শুধু বলিউডের সিনেমায় নয়, হলিউডেও দাপিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এসব আর খবর আর নতুন নয়।
তবে এসবের বাহিরে বড় অর্জন হলো, চলতি বছর অস্কারের মঞ্চে মনোনীত শিল্পীদের নাম ঘোষণা করেছিলেন প্রিয়াঙ্কা। এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৭৪তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) মঞ্চেও থাকবেন তিনি।
পুরস্কার প্রদানকারীদের তালিকায় রয়েছে প্রিয়াঙ্কার নাম। ‘বাফটা’ কর্তৃপক্ষের দেয়া অনুষ্ঠানের বিবরণ থেকে জানা গেছে এ তথ্য।
অনুষ্ঠানে ভার্চুয়াল মঞ্চে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা। যেখানে তিনি স্ক্রিন ভাগ করবেন হিউ গ্র্যান্ট, টম হিডলস্টোন, জেমস ম্যাকাভয়দের মতো তারকাদের সঙ্গে।
এই অনুষ্ঠানে রাইজিং স্টার ক্যাটাগরির পুরস্কার তুলে দেয়ার দায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কার উপরে। ১০ ও ১১ এপ্রিল বিবিসি ওয়ানে সরাসরি সম্প্রচারিত হবে বাফটার ভার্চুয়াল অনুষ্ঠান। মহামারি করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান।
প্রিয়াঙ্কার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। এই মুহূর্তে তার হাতে রয়েছে ‘ম্যাট্রিক্স-৪’, ‘সিটাডেল’ এর বড় কয়েকটি কাজ।