উপায় নেই। সিনেমার মুক্তি পেছাতে বাধ্য হচ্ছেন সবাই। এ বছর ঈদেই মুক্তির কথা ছিল বলিউড ভাইজানের রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার। কিন্তু করোনা সংক্রমন এত বেড়েছে যে সিনেমা নিয়ে কেউ কথাই বলতে চাইছে না।
বলিউডের অনেক সিনেমার মুক্তিই আটকে আছে। এই যেমন এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল সূর্যবংশীয় সিনেমার। কিন্তু সে আর হচ্ছে না।
ঈদে সিনেমা মুক্তির ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছিলেন সালমান। কিন্তু তা পিছিয়ে দিতে পারেন। সম্প্রতি কবীর বেদির বইয়ের প্রচ্ছদ উন্মোচনের অনলাইন অনুষ্ঠানে ফেসবুক লাইভে এ নিয়ে কথা বলেছেন সালমান খান।
তিনি বলেন, ‘ছবির মুক্তি পরের বছর ঈদ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে আমরা এখনও চেষ্টা করছি যাতে এ বছর ঈদেই সিনেমাটি মুক্তি দেয়া যায়।’
সবাই যদি মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, তাহলেই করোনা সংক্রমণ কমতে পারে। তেমন পরিস্থিতি তৈরি হলে চলতি বছরের ঈদেই রাধে সিনেমাটি মুক্তি দেবেন বলে জানান সালমান।
সালমান আরও বলেন, ‘দেশের নাগরিকরা যদি কথা না শোনেন, নিয়ম ভাঙেন, করোনা সংক্রমণ বাড়তে থাকে, তা হলে শুধু হলমালিকরাই সমস্যায় পডড়বেন না, দিনমজুরদেরও ভোগান্তি বাড়বে। আবার আমরা আগের পরিস্থিতিতে ফিরে যাব।’
করোনার কারণে সিনেমা হল বন্ধ ছিল দীর্ঘদিন। তবে ওটিটিতে সিনেমা মুক্তি পেয়েছে নিয়মিত। সিনেমা হল খোলার পর ভারতের বিভিন্ন রাজ্যের প্রদর্শকরা রাধে সিনেমাটি চালানোর জন চিঠি লেখেন সালমানকে। সালমানও কথা দিয়েছিলেন, ঈদে প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে সিনেমাটি।
কিন্তু শেষ পর্যন্ত কি হবে, তা সময়ই বলে দেবে।