বলিউডবাসীদের ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা হয়ে উঠেছে মালদ্বীপ। প্রায়ই সেখানে অবকাশে কাটাতে দেখা যাচ্ছে তাদের। অবিবাহিত অভিনেতা বা অভিনেত্রীরা নাকি তাদের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সেখানে।
যদিও ইনস্টাতে পোস্ট করা ছবিতে শুধু ক্যামেরার সামনে যিনি থাকেন, তার খবরই পাওয়া যায়। যিনি ছবি তুলে দিচ্ছেন তার বিষয়ে জানা যায় না।
সেখানে গিয়ে নিজেরা তো হইহুল্লোড় করেনই, সঙ্গে নিজেদের ছবি ইনস্টাতে পোস্ট করে ভক্তদেরও যেন সেই আনন্দে শামিল করে নেন। ভারতীয় সংবাদমাধ্যম এই অবকাশের একটি নাম দিয়েছে। সেটি হলো ‘বিচ ভ্যাকেশন’।
যেহেতু জায়গাটা বিচ, তাই অভিনয়শিল্পীদের সেখানেও ফ্যাশনের দিকে নজর রাখতে হয়। বিচে গিয়ে অধিকাংশ অভিনেত্রীই পরেন বিকিনি আর অভিনেতাদের পরনে থাকে শর্টস।
ভারতের লকডাউন উঠে যাওয়ার পর থেকেই মালদ্বীপে দেখা গেছে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, অনন্যা পান্ডে, তাপসী পান্নুসহ আরও অনেক অভিনয়শিল্পীকে। সম্প্রতি শ্রদ্ধা কাপুরকেও দেখা গেছে সেখানে।
মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
এবার মালদ্বীপে পাওয়া গেল জাহ্নবী কাপুরকে। বিভিন্ন লুকে, নানা ফ্যাশনে তাকে পাওয়া গেল। তবে ইনস্টাতে পোস্ট করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে তার সুইম স্যুটের ছবি।
ছবিগুলো থেকে যেন দর্শক-ভক্তদের চোখ সরছে না। ছবিগুলোর মাধ্যমে দর্শকরা যেন তার আরও কাছে চলে যেতে পেরেছেন। এত সহজভাবে হয়তো এর আগে জাহ্নবী আসেননি ইনস্টায় উষ্ণতা ছড়াতে।
মালদ্বীপে সুইম স্যুটে জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
কপারের সুইম স্যুটই শুধু না, সেখানে ছুটি কাটানোর আরও কিছু ছবি আছে ইনস্টাতে। খাবারের ছবি, সহযাত্রীদের সঙ্গে আড্ডার ছবি পোস্ট করেছেন জাহ্নবী। যদিও সবার নজর সেই সুইম স্যুটের ছবির দিকেই।
মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
মালদ্বীপে যাওয়ার আগে এই অভিনেত্রী গিয়েছিলেন লস অ্যঞ্জেলেসে। সেখানে ছুটি কাটিয়ে তিনি গেছেন মালদ্বীপ।
সম্প্রতি তার অভিনীত ভৌতিক ঘরানার সিনেমার রোহি মুক্তি পেয়েছে। তবে করোনার কারণে সেভাবে আলোচনায় নেই সিনেমাটি।