তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার নতুন সিনেমা রক্তজবা। সিনেমার শুটিং শেষ হয়েছে বেশ আগেই। শেষ এডিটিংও। এখন চলছে ডাবিং। আরও এক সপ্তাহ এই কাজ চলবে বলে জানালেন পরিচালক।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘লকডাউনের কারণে একটু অসুবিধা হচ্ছে। এই সীমাবদ্ধ নিয়েই কাজ করছি। সপ্তাহখানেক কাজ করলেই পুরো কাজ হয়ে যাবে।’
এর পর বাকি থাকবে কালার কারেকশন ও সংগীতের কাজ। পরিচালক জানালেন, সংগীত নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তাদের। সেটি এখনই জানাতে চান না তিনি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মুক্তি কবে হতে পারে জানতে চাইলে মুক্তা বলেন, ‘সেটা এখনই বলতে পারছি না।’
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে চলছে রক্তজবার দৃশ্যধারণ।
একজন প্রাক্তন হেডমাস্টারের কাছে আসা একটি রহস্যময় চিঠির সূত্র ধরে রক্তজবার গল্পের শুরু।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ। অন্যদের মধ্যে আছেন নুসরাত ইমরোজ তিশা, শরীফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়ীতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ ও কাজী তানভীর রশিদ অপু।