সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের মৃত্যুর খবর গুজব। বরং তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ফারুক এখন কথায় সাড়া দিচ্ছেন। কেউ ডাক দিলে সাড়া দিয়ে চোখ খুলছেন ও কথা বলার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান নিউজবাংলাকে বলেন, ‘মায়ের সঙ্গে কথা হয়েছে। বাবাকে ডাক দিলেন চোখ খুলে তাকাচ্ছেন এবং কথা বলার চেষ্টা করছেন বলে মা জানিয়েছেন। বাবা আগের থেকে এখন একটু ভালো আছেন।’
এর আগে গত সোমবার ফারুকের স্ত্রী ফারহানা জানিয়েছিলেন, ১৪-১৫ দিন ধরে চোখ খুলছেন না ফারুক। দ্বিতীয়বারের মতো আইসিইউতে নেয়া হয়েছে তাকে।
সেই সময়ই ফারুকের ছেলে রোশান বলেছিলেন, ‘সোমবার বাবার পাকস্থলিতে রক্তক্ষরণ হয়েছে। খিঁচুনির সমস্যাও হয়েছিল তার। সে সময় তার মাথায় একটি অস্ত্রোপচার করা হয়।’
গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যান ফারুক। তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত ছিলেন।
১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ফারুকের। লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাইসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
‘লাঠিয়াল’ এ অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফারুক এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।
‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য।