ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব নায়িকা পরীমনি এখন বেজায় খুশি। যে খুশির ঝলক চোখে মুখে ফুটে উঠেছে পরীর। কিন্তু কেন এত খুশি, কেন এত আনন্দিত পরী? সেই খুশির কারণ অবশ্য নিজেই জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাস্যোজ্জ্বল দুটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘একটি সুপরিচিত চুলের তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি সত্যিই আনন্দিত!’
সাদা পোষাকে স্নিগ্ধ পরীর ছবি দুটিতে তার হাতে দেখা যায় অ্যাম্বাসেডর হওয়ার চুক্তির দলিলও।
তবে কোন ব্র্যান্ডের তেলের অ্যাম্বাসেডর হলেন সেটি না জানালেও পরী লিখেছেন, ‘শীঘ্রই বিস্তারিত ঘোষণা করা হবে।’
এদিকে লকডাউনের আগে এ মাসের শুরুতেও মুখোশ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পরী। গত ২৬ মার্চ মুক্তি পায় পরীমনি অভিনীত তৌকীর আহমেদের সিনেমা স্ফুলিঙ্গ।
এছাড়া গত ১৪ মার্চ বায়োপিক নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।