হালের বলিউড ক্রেজ কার্তিক আরিয়ান। তিন দিন আগেই করোনা নেগেটিভ হয়েছেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সে খবর নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা।
আর এর পরেই ঘরে নিয়ে এলেন সাড়ে চার কোটি রুপি মূল্যের একটি ল্যাম্বরগিনি কার। সেটির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন কার্তিক।
তবে মজার খবর হচ্ছে সেই ল্যাম্বরগিনি কারটি নিয়ে রাস্তায় বেড়িয়ে সেটিকে প্রণাম করলেন কার্তিক। এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউডের এক ফটোগ্রাফার।
সেই ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নেমে জোড় হাত করে ল্যাম্বরগিনি’কে প্রণাম করলেন কার্তিক। নিজের স্বপ্নের এই চার চাকাটি তার কাছে কত যে ভালোবাসার, সেই প্রমাণ ধরা পড়ল তার প্রণামের ভঙ্গিতেই।
বলিউডে এই ল্যাম্বরগিনি কার রয়েছে রণবীর সিং আর রোহিত শেট্টির কাছে। রণবীরের কারটি লাল আর রোহিতেরটি হলুদ রঙের। তবে কার্তিকের ইতালিয়ান স্পোর্টস এসইউভি কারটি কালো রঙের।
ভারতে লকডাউনের আগে মুক্তি পেয়েছিল কার্তিক অভিনীত সিনেমা লাভ আজকাল। পরে আটমাসের লকডাউন শেষে ধামাকা নামে একটি সিনেমার কাজ শুরু করেন।