মাত্রই লাভ রঞ্জন সিনেমার শুটিং শেষ করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বেশির ভাগ সময় সিনেমার কাজেই ব্যস্ত থাকতে হয় তাকে। তবে এবার নিজের জন্য কিছু সময় বের করতে পেরেছেন শ্রদ্ধা। তাই তাকে পাওয়া গেল ভেকেশন মুডে।
নীলে মজেছেন তিনি। সামনে নীল স্বচ্ছ সমুদ্র আর মাথায় অসীম নীল আকাশ নিয়ে স্বস্তি আর বিশ্রামের হাসি শ্রদ্ধার ঠোঁটে। মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। সেখানকার কিছু ছবি এখন মুগ্ধতা ছড়াচ্ছে নেট দুনিয়ায়।
মালদ্বীপ খুব পছন্দ শ্রদ্ধা কাপুরের। এই বছরেই তিনবার গেলেন সেখানে। গিয়েই জানিয়েছেন, প্রকৃতির কাছে ফিরলাম।
এই পোস্টে কমেন্ট করেছেন শ্রদ্ধার ভাই। তিনি রসিকতা করে লিখেছেন, ‘ওখানেই থেকে যাও’
শুভ্র সাদায় স্নিগ্ধ শ্রদ্ধা প্রকৃতিকে কাছে পেয়ে যেন পৃথিবীর বুকেই পেয়ে গেছেন স্বর্গ। তাই ইনস্টাতে লিখতে দেরি করেননি, ‘স্বর্গে আরেক দিন’।
মালদ্বীপে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত
এর আগে ভাইয়ের বিয়ে আর জন্মদিন উপলক্ষে দুইবার মালদ্বীপ এসেছিলেন এই অভিনেত্রী। আগের বারগুরোতে ফ্যামিলির সঙ্গে সময় কাটালেও এবার তিনি এসেছেন একাই।
ছুটি কাটিয়ে আবার ফিরতে হবে ক্যামেরার সামনে। হাতে রয়েছে কয়েকটি সিনেমার কাজ।