চলচ্চিত্রাভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। তিনি মাঝে মাঝে হাত-পা নাড়ছেন বলে জানিয়েছেন তার ছেলে রোশান হোসেন পাঠান। তবে এটাকেও শারীরিক উন্নতি বলছেন না তিনি।
রোশান নিউজবাংলাকে বলেন, ‘সকালে মায়ের সঙ্গে কথা হলো। তিনি জানালেন, বাবা মাঝে মাঝে হাত-পা নাড়াচ্ছেন। এর ফলে শারীরিক উন্নতি হয়েছে ভাবার কারণ নেই। চিকিৎসকের সঙ্গেও হোয়াটসঅ্যাপে কথা চলছে।’
তিনি আরও জানান, এখনও চোখ খোলেননি ফারুক। এখনও তাকে আইসিউতে রাখা হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসা চলছে তার।
সোমবার ফারুকের স্ত্রী ফারহানা জানিয়েছিলেন, ১৪-১৫ দিন ধরে চোখ খুলছেন না ফারুক। দ্বিতীয়বারের মতো আইসিইউতে নেয়া হয়েছে তাকে।
ফারুকের ছেলে রোশান বলেছিলেন, ‘সোমবার বাবার পাকস্থলীতে রক্তক্ষরণ হয়েছে। খিঁচুনির সমস্যাও হয়েছিল তার। সে সময় তার মাথায় একটি সিজার করা হয়।’
গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যান ফারুক। তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত ছিলেন।