বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিধানসভার চিন্তা ভুলে ডেট সেরে নিলেন ‘যশরাত’

  •    
  • ৭ এপ্রিল, ২০২১ ০৯:১৬

নুসরাত লিখেছিলেন, ‘টেবিলে আমার পছন্দের জিনিস। সঙ্গে আমার পছন্দের মানুষ’। সঙ্গে যশের নাম ট্যাগ করা। সেই পোস্ট শেয়ার করে যশ লিখলেন, ‘তোমার তৃপ্তির আমেজ নিচ্ছি আমি। সত্যি।’

কলকাতায় চারদিকে এখন নির্বাচনের গন্ধ। রাজনীতির তো বটেই, সিনেমাপাড়াতেও নির্বাচনের হাওয়া। সিনেমার সব বড় তারকারাই নেমেছেন ভোটযুদ্ধে।

এদের মধ্যে সবার নজরে যারা, তারা হলেন টালিউডের কথিত পাওয়ার কাপল নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। ভালোবেসে ভারতীয় সংবাদমাধ্যম তাদের যশরাত বলে ডাকছে।

এই কথিত প্রেমিক-প্রেমিকা নির্বাচনে লড়ছেন দুই দল থেকে। নুসরাত জাহান তৃণমূলের সাংসদ আর যশ এবার যুক্ত হয়েছেন বিজেপিতে। মতাদর্শ ভিন্ন হলেও যশরাতের মন তো এক।

তাই বিধানসভা, নির্বাচন শব্দগুলো মাথা থেকে ঝেড়ে কিছুটা সময় প্রেমের আমেজে সেরে নিলেন ডেট। গেরুয়া-সবুজে মিলে বন্ধুত্বের নতুন এক রং তৈরি হয়েছে যেন।

তারা যে ডেটে গেছেন তা বোঝা যেত না, যদি না তারা ছবি পোস্ট করতেন। দুজনেই তাদের মাই ডে তে ছবি দিয়েছেন। তবে সেই ছবি নিজেদের নয়; ডেজার্টের ছবি।

একটা ছবিই শেয়ার করেছেন নুসরাত ও যশ। ছবি: সংগৃহীত

নুসরাত লিখেছিলেন, ‘টেবিলে আমার পছন্দের জিনিস। সঙ্গে আমার পছন্দের মানুষ’। সঙ্গে যশের নাম ট্যাগ করা। সেই পোস্ট শেয়ার করে যশ লিখলেন, ‘তোমার তৃপ্তির আমেজ নিচ্ছি আমি। সত্যি।’

নির্বাচনের তিক্ত পরিস্থিতিতে ডেজার্টের ছবির সঙ্গে এমন মধুর ক্যাপশন নেটিজেনদের দেখাচ্ছে প্রেমের নতুন এক রং। যা ছাপিয়ে গেছে গেরুয়া কিংবা সবুজ।

এ বিভাগের আরো খবর