করোনায় দ্বিতীয় ঢেউ চলছে ভারতের মহারাষ্ট্রে। সেই ঢেউ থেকে নিস্তার পাচ্ছেন না বলিউড তারকারাও। আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা।
এবার এ মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এ তথ্য নিজেই জানিয়েছেন ক্যাটরিনা।
মঙ্গলবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি ও হোম কোয়ারেন্টিনে আছি।’
সেই সঙ্গে ক্যাটরিনা লেখেন, ‘আমি আমার চিকিৎসকের পরামর্শমতো সব নিয়ম মেনে চলছি।’
ক্যাটরিনা আরও লেখেন, ‘যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা অনুগ্রহ করে কোভিড পরীক্ষা করিয়ে নিন।’
সবার ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ক্যাটরিনা। সেই সঙ্গে নিরাপদ থাকতে ও নিজের যত্ন নিতেও অনুরোধ করেছেন সবাইকে।
এদিকে ক্যাটরিনার করোনা আক্রান্তের খবর জানিয়ে ভারতীর গণমাধ্যম বলছে, গত কয়েক সপ্তাহ ধরে সালমান খানের সঙ্গে টাইগার-৩ সিনেমার শুটিং করছিলেন ক্যাটরিনা।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে যেন হিমশিম খাচ্ছে পুরো বলিউড। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, ভূমি পেডনেকার, ভিকি কুশল, গোবিন্দ, কার্তিক আরিয়ান, মাধবনসহ অনেকে।