বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সময়টাই যেন মৃত্যুর

  •    
  • ৬ এপ্রিল, ২০২১ ১৬:৪২

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ফরায়জী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত। করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।

যেন আৎকে ওঠার সময় চলছে। ভয়ে থাকতে হচ্ছে, এই বুঝি কারও মৃত্যু সংবাদ শুনতে হবে। মৃত্যু অনিবার্য, তবুও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘনঘটায় এ এক অস্থির সময়।

সোমবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সংস্কৃতি অঙ্গনের দুই জন কর্মীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন দুই জন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ফরায়জী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত। করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।

তার পরিচালিত একমাত্র সিনেমা বেইলী রোড। টিভি অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনাও করতেন তিনি।

মঙ্গলবার সকালে মৃত্যুর খবর এসেছে নাটকের দল প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা সদস্য জহির রিপনের। দলটির আরেক প্রতিষ্ঠাতা সদস্য ইমন নিউজবাংলাকে জানান, হাতিরঝিলে তার নিজ বাসা থেকে রিপনের মরদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, ‘জহিরের মরদেহ এখন ঢাকা মেডিক্যালে আছে। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে।’

জহির সর্বশেষ যুক্ত ছিলেন ঢাকা থিয়েটারে। ব্যবসাও করতেন তিনি।

অন্যদিকে দেশের প্রখ্যাত মঞ্চ অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত এস এম মহসীন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

মঞ্চের একাধিক সূত্র জানিয়েছে, তার শরীরে অক্সিজেনের সরবরাহ কমে গেছে। তাই কৃত্রিম উপায়ে অক্সিজেন দিতে হচ্ছে।

এছাড়াও অভিনেতা ও সাংসদ ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন লাইফ সাপোর্টে। তার অবস্থাও সংকটাপন্ন। তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানিয়েছেন নির্মাতা মুরাদ পারভেজ।

এ বিভাগের আরো খবর