শুধু ঢাকাই চলচ্চিত্র নয়, দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অথচ তিনি জীবনে কোনোদিনই ভাবেননি নায়িকা হবেন!
শুধু কী তাই, নিজের সিনেমায় গান করবেন এটাও কোনোদিন ভাবেননি; এসব কথা জানিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি নিজেই।
নুসরাত ফারিয়া এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনে কোনোদিন ভাবিনি নায়িকা হবো! জীবনে কোনোদিন এটাও ভাবি নি নিজের সিনেমায় আর গান গাবো!’
এই পরেই মজা করে ফারিয়া লিখেছেন, ‘কী সব হচ্ছে জীবনে।’
ফারিয়ার এসব কথার মূলে রয়েছে তার গাওয়া ‘কাটে না কাটে না’ নতুন গান। গানটির পুরো ভিডিও যে খুব দ্রুতই আসছে সে কথা জানালেন পোস্টেই।
ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত যদি কিন্তু তবুও সিনেমাটি। এতে ‘কাটে না কাটে না’ শিরোনামে একটি গান গেয়েছেন ফারিয়া। সেই গানটিই আসছে এবার।
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া
নায়িকা হিসেবে ফারিয়া যেমন জনপ্রিয়, তেমনই গায়িকা হিসেবেও ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন সমান তালে। নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ‘পটাকা’ গান দিয়ে। গানটির মিউজিক ভিডিও পেয়েছিল ব্যাপক দর্শকপ্রিয়তা।
এরপর ‘এ বাঁধন যাবে না ছিড়ে’, ‘আমি থাকতে চাই’–এর মত জনপ্রিয় গান গেয়েছেন ভক্তদের জন্য।