বেশ ব্যস্ত সময় পার করছিলেন আলিয়া ভাট। কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ততা দেখে গেছে গত কয়েক দিনে। এমন সময় কাছের একজনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে।
সংস্পর্শে আসায় আলিয়াকেও দিতে হয় নমুনা। পরীক্ষায় তারও ধরা পড়া করোনা।
খবরটি নিজেই টুইট করে জানান আলিয়া। এরপর থেকেই আছেন নিজ বাসায় কোয়ারেন্টিনে।
কোয়ারেন্টিনে থেকে আলিয়া যেভাবে সময় পার করছেন তার একটি সেলফি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশন দেন ‘দিনের একটি সময়’।
এর পরই ভক্ত ও ফলোয়ারদের কমেন্ট শুরু হয় ছবিতে।
তবে সবকিছু ছাপিয়ে সেই ছবিতে করা রণবীর কাপুরের মা নিতু কাপুরের কমেন্টে নজর পড়ে সবার। লাল রঙের হার্ট দিয়ে কমেন্ট করেন নিতু কাপুর।
শুধু নিতু কাপুর নয়, কমেন্ট করেছেন রণবীর নিজেও। লিখেছেন, ‘দ্রুত সুস্থ হও আলো…।’
কমেন্ট করেছেন রণবীরের বোন ঋদ্ধিমাও। তিনি আলিয়ার ছবিতে কমেন্ট করেন, ‘কিউটনেস’।
আলিয়ার আগে তার বয়ফ্রেন্ড রণবীর কাপুরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত ৯ মার্চ রণবীরের করোনা আক্রান্তের খবর প্রকাশ পায়। এরপর করোনায় আক্রান্ত হয়েছিলেন নিতু কাপুরও।
বয়ফ্রেন্ড রণবীর কাপুর করোনা নেগেটিভ হওয়ার এক সপ্তাহ পর ২ এপ্রিল আক্রান্ত হন আলিয়া। আক্রান্তের পর তিনি জানান, বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসকের পরামর্শে চলছেন। সেই সঙ্গে মেনে চলছেন ভারত সরকারের করোনা প্রতিরোধের নিয়ম-কানুন।
আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন তুঙ্গে৷ শোনা গেছে, নতুন বছরের শেষেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া৷ সে নিয়েও আলিয়া বা রণবীরকে স্পষ্ট কিছু বলতে শোনা যায়নি৷
কয়েকদিন আগে রণবীর কাপুর ও আলিয়া মিলে জঙ্গল সাফারিও করেছেন৷ সঙ্গে যোগ দিয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন৷ সেই ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে৷