বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুনাফা না হলে সম্মানী নেন না আমির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ এপ্রিল, ২০২১ ১৭:০৭

যদি সিনেমাটি মুনাফা অর্জন না করতে পারে তাহলে আমির কোনো সম্মানী নেন না বলে জানান। বড় ঝুঁকি নেন বলেই আমিরের লভ্যাংশ নেয়ার পরিমাণও বেশি।

বলিউড পারফেকশনিস্ট আমির খান। থ্রি ইডিয়টস, পিকে, দাঙ্গালের মতো ব্যবসাসফল সিনেমা রয়েছে তার ঝুলিতে। আবার থাগস অব হিন্দুস্থান সিনেমার মতো ফ্লপ সিনেমাও আছে তার ক্যারিয়ারে।

ব্যবসাসফল বা ফ্লপ সিনেমা থেকে কেমন সম্মানি নেন তিনি? সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন আমির।

আমির খান বলেন, ‘চিত্রনাট্য হলো একটি সিনেমার মূল ভিত্তি। সিনেমার চিত্রনাট্য ভালো হলে সেই সিনেমাটিও ভালো হওয়ার স্ম্ভাবনা থাকে। ভালো চিত্রনাট্যকে গুরুত্ব দিয়ে বিনিয়োগ করলে সেটি অবশ্যই ব্যবসাসফল হয়।’

তিনি আরও বলেন, ‘সিনেমা ফ্লপ হলে আমি প্রযোজকের কাঁধে দায় চাপাই না। শুনেছি অনেক অভিনয়শিল্পী আগেই তার কাজের সম্মানী নেন। এতে প্রযোজকের ওপর চাপ পড়ে।’

আমির খান তার সম্মানী নেয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, ‘আমি অগ্রিম সম্মানী নেই না। কোনো সিনেমার বাজেট ১০০ কোটি রুপি ধরা হলে তার মধ্যে থাকে শিল্পী-কলাকুশলী, ক্রু ও প্রোডাকশন খরচ।

‘এর ভিতরে আমার সম্মানী থাকেনা। সিনেমাটির প্রচারে আরও ২৫ কোটি রুপি হতে পারে। এই সব খরচের পর যদি লাভ উঠতে শুরু করে, তাহলেই আমি সেখান থেকে লভ্যাংশ নেই। এতে প্রযোজকের কোনো ক্ষতি হয় না।’

যদি সিনেমাটি মুনাফা অর্জন না করতে পারে তাহলে আমির কোনো সম্মানী নেন না বলে জানান। বড় ঝুঁকি নেন বলেই আমিরের লভ্যাংশ নেয়ার পরিমাণও বেশি।

আমির এখন লাল সিং চাড্ডা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত আছেন।

এ বিভাগের আরো খবর