ফের করোনার থাবা বলিউডে। যেন মুক্তিই মিলছে না এখানকার তারকাদের। মার্চ মাসের শেষ থেকেই ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ।
সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের আরও দুই অভিনয়শিল্পী। তারা হলেন ভূমি পেডনেকার ও ভিকি কুশল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, তিনি কোভিড পজিটিভ।
ভূমি আরও জানান, তার হাল্কা উপসর্গ রয়েছে। তবে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন।
করোনায় আক্রান্ত হয়েছেন উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক খ্যাত বলিউড অভিনেতা ভিকি কুশল। সোমবার নিজের ইনস্টাগ্রামে বিষয়টি জানান তিনি।
ভিকি লেখেন, ‘সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করেও আমি করোনা আক্রান্ত হলাম। এখন আমি বাড়িতেই আছি, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন।’
ভূমির ও ভিকি তাদের সংস্পর্শে আসা মানুষদের করোনা পরীক্ষা করতে অনুরোধ করেছেন।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বলিউড। বি-টাউনের অক্ষয়, অজয়, গোবিন্দ, আমির খান, আলিয়া ভাট করোনায় আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় মহারাষ্ট্রে দেয়া হয়েছে লকডাউন।