করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। রোববার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছিলেন তিনি।
রামসেতু সিনেমার শুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। কারণ, সিনেমাটির আরও ৪৫ জন জুনিয়র শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন।
সিনেমাটির প্রযোজক বিক্রম মালহোত্রার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।
বিক্রম বলেন, ‘১০০ শিল্পী নিয়ে একটি গানের দৃশ্যধারণের কাজ চলছিল। সে অনুযায়ী আমরা কাজ করছিলাম। অক্ষয় কুমার করোনা আক্রান্তের পর, আমরা সবার করোনা পরীক্ষা করাই। তাতে ৪৫ জন জুনিয়র শিল্পীর করোনা পজিটিভ এসেছে।’
অক্ষয় এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে করোনা পরিস্থিতি আটকে রাখতে পারেনি বলিউডে অভিনেত্রী তাপসী পান্নুকে। ক্রিকেট ব্যাট, হেলমেট, গ্লাভস ও পায়ে প্যাড লাগিয়ে ২২ গজে নেমে গেছেন তিনি।
ক্রিকেট খেলার প্রশিক্ষণের মুহূর্তে তাপসী পান্নু। ছবি: সংগৃহীত
সোমবার সকালে ইনস্টাতে শুটিং শুরুর কথা জানিয়েছেন তাপসী। তিনি লিখেছেন, চলো শুরু করা যাক, প্রথম দিন।’
তাপসীর নতুন এই সিনেমার নাম সাবাশ মিঠু। সোমবার থেকে সিনেমাটির শুটিং শুরু হলো। সিনেমায় তিনি একজন ক্রিকেট খেলোয়াড়। সিনেমাটি নির্মিত হচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনের বিভিন্ন ঘটনার অনুপ্রেরণায়।
সিনেমার জন্য ক্রিকেট খেলা শিখতে হয়েছে তাপসীর। ইনস্টাতে তার কিছু ছবিও রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন রাহুল ধোলাকিয়া।