করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে করা যাবে নাটক-সিনেমার শুটিং। সরকারের পক্ষ থেকে সিনেমা হল বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই।
তবে লকডাউনে বন্ধ থাকবে রাজধানীর জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। এ সময় শপিং মলগুলো বন্ধ থাকবে। স্টার সিনেপ্লেক্সের শাখাগুলো শপিং মলে হওয়ায় প্রেক্ষাগৃহ বন্ধ রাখতে হচ্ছে তাদের।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
দর্শকদের উদ্দেশ্যে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকলে নিজের সুরক্ষার জন্য সচেতন থাকবেন। পরিস্থিতি অনুকূল হলে আবার আমরা একসঙ্গে মিলিত হবো, আপনাদের পদচারণায় মুখরিত হবে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ।’
গত বছরের মার্চ মাসে দেশব্যাপী সাধারণ ছুটি শেষে পাঁচ দফা দাবি দিয়েছিল স্টার সিনেপ্লেক্স। সিনেমা হল খুলতে দেরি হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন হল মালিকরা। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছিলেন, সরকার সহায়তা নিয়ে এগিয়ে না এলে বন্ধ হয়ে যাবে দেশের জনপ্রিয় সিনেমা থিয়েটার স্টার সিনেপ্লেক্স।