করোনায় দ্বিতীয় ঢেউ চলছে ভারতে। সেই ঢেউয়ে একের পর এক আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা।
এবার করোনা আক্রান্ত হলেন বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। আপাতত হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
রোববার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন অক্ষয়। লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আজ সকালেই আমার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। সব নিয়ম মেনে নিজেকে আলাদা করে রেখেছি। হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছি।’
অক্ষয় আরও লেখেন, ‘যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা অনুগ্রহ করে অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আশাকরি দ্রুত কাজে ফিরবো।’
গত ৩০ মার্চ থেকে শুরু হয় অক্ষয়ের ‘রামসেতু’ সিনেমার শুটিং। শনিবারও শুটিং হয়েছে এই সিনেমার। এতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরাত বারুচাকে।
বলিউডের করোনা আক্রান্তদের মধ্যে আছেন আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, পরেশ রাওয়াল, মাধবনসহ অনেকে।