রুপালি পর্দায় অভিষেক হচ্ছে আলোচিত মডেল ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটজয়ী জেসিয়া ইসলামের।
অরণ্যে রোদন নামের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু হচ্ছে তার।অ্যাডভেঞ্চার সিনেমাটি নির্মাণ করবেন ‘অচেনা হৃদয়’-এর পরিচালক এস আই খান। তিনি মিঠু খান নামেও পরিচিত।
এই সিনেমায় জেসিয়ার চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
তিনি বলেন, ‘অরণ্যে রোদন সিনেমাটিতে বেশ কয়েকজন অভিনয়শিল্পী চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে জেসিয়া অন্যতম। অন্যদের নাম পরে জানাব।’
পরিচালক আরও জানান, এপ্রিলের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে তার।
তবে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানতে চাইলে এখনই কোনো কথা বলেতে চান না জেসিয়া ইসলাম।
তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এখন।’
প্রথম সিনেমা করতে চুক্তিবদ্ধ হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম
দীর্ঘদিন ধরে মডেল হিসেবে কাজ করছেন জেসিয়া। তবে প্রথম আলোচনায় আসেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট অর্জন করে। চীনে অনুষ্ঠিত ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি।এরপর টিভি পর্দায় জেসিয়ার তেমন উপস্থিতি না থাকলেও ব্যক্তিগত জীবন ও ফটোশুটের জন্য বিভিন্ন সময়ে ভক্তদের আলোচনায় আসেন তিনি।