বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়াকে পুরস্কার দিতে নিয়ম ভাঙতে বাধ্য হয়েছে ফিল্মফেয়ার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ এপ্রিল, ২০২১ ১৩:৩২

জয়ার পাওয়া দুটি পুরস্কার এসেছে ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে। নিয়মটি ভাঙতে বাধ্য হয়েছে ফিল্মফেয়ার। বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে পুরস্কারটা এবার এসেছে দুটো ছবির জন্য।’

ফিল্মফেয়ার ভারতীয় বাংলা সিনেমায় অ্যাওয়ার্ড চালু করেছে চার বছর ধরে। ২০২০ সালে দেয়া অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার পেয়েছেন দেশের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়া আহসান।

তার পাওয়া দুটি পুরস্কার এসেছে ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে। নিয়মটি ভাঙতে বাধ্য হয়েছে ফিল্মফেয়ার।

বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে পুরস্কারটা এবার এসেছে দুটো ছবির জন্য।’

জয়া মনোনয়ন পেয়েছিলেন সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে। এই একটি বিভাগেই রবিবার ও বিজয়া সিনেমা দুটির জন্য মনোনয়ন ছিল তার।

একটি বিভাগে একটি পুরস্কারই পাওয়ার কথা ছিল বিজয়ীর। কিন্তু একই বিভাগে জয়া পেয়েছেন দুটি পুরস্কার। জয়াকে একই বিভাগে দুটি সিনেমার জন্য দুটি পুরস্কার দেয়াটা যৌক্তিক মনে করেছে ফিল্মফেয়ার।

শনিবার সকালে অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে নতুন কিছু অনুভূতির কথা জানিয়েছেন জয়া।

ফিল্মফেয়ার হাতে জয়া আহসান। ছবি: সংগৃহীত

তিনি লিখেছেন, ‘ফিল্মফেয়ারের কৃষ্ণ রমণী আবারও বাংলাদেশে এলো। অতিমারির বিষণ্ন দিনে এই তো আনন্দ। যেকোনো পুরস্কারই এমন একটা মাইলফলক যা শিল্পীকে বলে, ‘‘তুমি এটা পার হয়ে এগিয়ে যাও।’’'

বিজয়া সিনেমা এবং সিনেমাটিতে তার চরিত্র পদ্মা দিয়ে জয়া লিখেছেন, ‘পুরস্কারটা এলো, যখন মার্চ মাসে মুক্তিযুদ্ধের ৫০ বছরের উদ্‌যাপন চলছে। মুক্তিযুদ্ধে রক্তের বন্ধনে বাংলাদেশ-ভারত মৈত্রীর যে সূচনা হয়েছিল, এ বছরটি তারও সুবর্ণজয়ন্তী। আর বিজয়া ছবির ভেতরে বয়ে চলেছে বাংলাদেশ আর ভারতের মানুষের ভালোবাসারই ঝর্ণাধারা। আমার করা এ ছবির পদ্মা চরিত্রটি বাংলাদেশের প্রাণের গভীর থেকে উঠে আসা।’

ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসান। ছবি: সংগৃহীত

রবিবার সিনেমা নিয়েও লিখেছেন জয়া, ‘আর রবিবার একটি ওপেন এন্ডেড সিনেমা। আমার করা সায়নী চরিত্রটি না-আলো না-অন্ধকার। ঘটনা পর্দায় ঘটে না, ঘটে ওর মনে। তাই পুরো অভিনয়টাই ছিল সেরিব্রাল। দারুণ একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। সায়নী কত কী যে শেখালো।’

বিজয়া ও রবিবার সিনেমা দুটির পরিচালক কৌশিক গাঙ্গুলি ও অতনু ঘোষ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয়া লেখেন, ‘ভালোবাসা কৌশিকদা আর অতনুদার জন্য। আর আনন্দ তাদের জন্য, যারা আমাকে এতদিন ধরে নিঃশর্ত ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন। সবাইকে নিয়ে আমার এই পথ চলাতেই আনন্দ।’

এ বিভাগের আরো খবর