নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শুক্রবার ভোটের মাধ্যমে পরিচালকরা সভাপতি পদে নির্বাচিত করেছে সোহানুর রহমান সোহানকে। সমিতির মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন।
কেয়ামত থেকে কেয়ামত পরিচালকখ্যাত সোহান পেয়েছেন ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট।
অন্যদিকে শাহীন সুমন ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহাসচিব পদে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ৬৪ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, অর্থসচিব মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল; প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার সিরাজী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন আরও দশজন পরিচালক।
শুক্রবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এফডিসিতে হয় পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৮৫ জন।
নতুন কমিটি ২০২১-২২ মেয়াদে কাজ করবে।