অভিনেত্রী শ্রাবন্তী ও নুসরাত জাহান এখন তুমুল ব্যাস্ত নির্বাচন নিয়ে। দুজনে দুই মতাদর্শের। শ্রাবন্তী বিজেপিতে নতুন আর নুসরাত তৃণমূলের সাংসদ। এই যখন অবস্থা তখন তাদের মিল পাওয়া গেল একটি বিষয়ে।
আর সেটি হলো তাদের বিচ্ছেদ প্রসঙ্গ। দুজনেই তাদের ব্যক্তিগত জীবনে একাই থাকছেন। অর্থাৎ তারা স্বামীর সঙ্গে থাকছেন না। আবার দুজনের কারোই আইনিভাবে বিচ্ছেদ হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচনের কারণেই নাকি আনুষ্ঠানিক বিয়ে বিচ্ছেদে যাচ্ছেন না শ্রাবন্তী-নুসরাত।
গত বছর পুজার সময় থেকে আলাদা থাকা শুরু করেছেন শ্রাবন্তী ও রোশান। অন্যদিকে নুসরতও বাবা-মা আর বোনের সঙ্গে থাকেন বালিগঞ্জে।
প্রসঙ্গ তুলতেই রোশান ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নির্বাচনের আগে কিছুই হবে না। দুই বছর আগে যে শ্রাবন্তীকে বিয়ে করেছিলাম, আজ রাস্তায় তাকে দেখলে আমি চিনতেই পারব না। ওর মুখটা আমি ভুলে গেছি।’
অন্যদিকে নিখিল বলেছেন, ‘যে দিন বিচ্ছেদ হবে, সে দিন ঠিক জানিয়ে দেব। এখনও সময় আসেনি।’ অর্থাৎ বিচ্ছেদের সম্ভাবনাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না।
তারা নাকি দুজনেই ইঙ্গিতে বুঝিয়েছেন ২০২১-এর নির্বাচনের আগে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।
রোশান ও নিখিল দুজনেই নির্বাচনের ফলফল ঘোষণার অপেক্ষায়। কারণ এই ফলাফলের সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবনের এক অংশের ফলাফল।