বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা থেকে। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ছিল বিরতি।
বিরতির আগে পর্যন্ত নির্বাচনে শতাধিক ভোট পড়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন একাধিক প্রাথী।
নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশে না করে জানান, বিরতির আগে পর্যন্ত ১২০টি ভোট পড়েছে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এ হক অলিক ও শাহীন সুমন নিউজবাংলাকে ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১।
এবারের নির্বাচনে সভাপতি পদের জন্য লড়ছেন কাজী হায়াৎ, শাহ আলম কিরণ ও সোহানুর রহমান সোহান।
এস এ হক অলিক, শাহীন সুমন ও সাফি উদ্দিন সাফি প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাসচিব পদে।
নয়টি সম্পাদক পদ ও ১০টি কার্যনির্বাহী পদের জন্য লড়ছেন চলচ্চিত্র পরিচালকেরা।
পরিচালক সমিতি নির্বাচনে কমিশনারের প্রধানের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে আছেন আ স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।