করোনায় দ্বিতীয় ঢেউ চলছে ভারতের মহারাষ্ট্রে। সেই ঢেউ থেকে নিস্তার পাচ্ছেন না বলিউড তারকারাও। আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা।
এবার এ মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এ তথ্য নিজেই জানিয়েছেন আলিয়া।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি ও হোম কোয়ারেন্টিনে আছি।’
সেই সঙ্গে আলিয়া লেখেন, ‘আমি আমার চিকিৎসকের পরামর্শমতো সব নিয়ম মেনে চলছি।’
সবার ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আলিয়া। সেই সঙ্গে নিরাপদ থাকতে ও নিজের যত্ন নিতেও অনুরোধ করেছেন সবাইকে।
বর্তমানে সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাঈ কাঠিওয়ারি সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। এ সিনেমায় তার বিপরীতে কাজ করছেন রণবীর কাপুর।
এর আগে গত ৯ মার্চ রণবীরেরও করোনা পজিটিভ হয়। তবে সে সুস্থ হয়েছেন।
বলিউডের আরও যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আছেন আমির খান, পরেশ রাওয়াল, মাধবনসহ আরও অনেক শিল্পী।