করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পের সহায়তায় স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ পেতে ঘুষ ও লবিং চলছে বলে অভিযোগ করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
বৃহস্পতিবার রাতে পরিচালক সমিতির কাজী হায়ৎ-এস এ হক অলিক প্যানেলের সদস্য পরিচিতি অনুষ্ঠানে এমন অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম সিনেমা নির্মাণেও প্রণোদনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা আমরা পাইনি। কিন্তু তারপরও তিনি এই মহামারির সময় যা করেছেন তা চলচ্চিত্রের জন্য অনেক।’
খসরু বলেন, ‘৫ থেকে ১০ লাখ টাকা দিলেই হাজার কোটি টাকার তহবিল থেকে লোন পাইয়ে দেয়া হবে, এমন কথা শুনছি। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে এ অভিযোগ করে গেছেন।
‘এই তহবিল থেকে লোন পাইয়ে দিতে এমন লবিং বা ঘুষের বাণিজ্য শুরু হয়েছে।’
চলচ্চিত্র শিল্পে সহায়তা দিতে সরকার এক হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। তহবিল থেকে ব্যাংকগুলোর মাধ্যমে প্রেক্ষাগৃহ নির্মাণ, সংস্কার ও আধুনিকায়নে স্বল্প সুদে ঋণ দেবে।
এর আগে তহবিল গঠন নিয়ে তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অনেকেই বেশি ঋণ নিয়ে নেন। তখন যারা ছোট ঋণ নিতে চান তারা পান না।
‘তাই আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছিলাম একজন ভোক্তাকে একটি হলের জন্য ৫ কোটি টাকার বেশি না দেয়ার জন্য। বাংলাদেশ ব্যাংক আমাদের অনুরোধ রেখেছে।’
সেই ঋণ পেতে অনেকেই বিক্রি হয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন প্রযোজক খসরু।
এ জন্য যারা বিক্রি হবেন না, নির্বাচনের মাধ্যমে পরিচালক সমিতিতে তেমন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি।