বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি সম্মানিত, অভিভূত: জয়া

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ০১:১৪

জয়া আহসান ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে পুরস্কার পান। সিনেমা দুটি পরিচালনা করেছেন অতনু ঘোষ ও কৌশিক গাঙ্গুলি। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে প্রথমবারের মতো ফিল্মফেয়ার পেয়েছিলেন জয়া। তিনি প্রথম কোনো বাংলাদেশি অভিনয়শিল্পী যার হাতে ওঠে ফিল্মফেয়ার।

দ্বিতীয়বারের মতো ‘‌ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (বাংলা) ২০২০’-তে শ্রেষ্ঠ অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পেয়ে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, তিনি সম্মানিত ও অভিভূত।

বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

জয়া লিখেছেন, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (বাংলা) ২০২০ পেয়ে আমি সম্মানিত ও অভিভূত। বিজয়া ও রবিবার সিনেমা দুটির পুরো ইউনিটের জন্যই আমার এই অর্জন। আমাকে এই সম্মানজনক পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য জুরিদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাই আমার ভক্ত দর্শকদের, যারা সবসময় আমার পাশে ছিলেন।’

পশ্চিমবঙ্গে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমার বিভিন্ন বিভাগে সেরাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয় বুধবার রাতে।

জয়া আহসান রবিবার ও বিজয়া সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে পুরস্কার পান। সিনেমা দুটি পরিচালনা করেছেন অতনু ঘোষ ও কৌশিক গাঙ্গুলি।

বুধবার রাতে জয়ার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে প্রথমবারের মতো ফিল্মফেয়ার পেয়েছিলেন জয়া। তিনি প্রথম কোনো বাংলাদেশি অভিনয়শিল্পী যার হাতে ওঠে ফিল্মফেয়ার।

এ ছাড়া অরন্দিম শীল নির্মিত ঈগলের চোখ ছবিতে অভিনয়ে জন্যও তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (বাংলা) মনোনয়ন। ২০১৪ সালে একই পরিচালকের আবর্ত ছবির জন্যও মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী।

কলকাতার স্থানীয় একটি হোটেলে ছোট পরিসরে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করনে মীর আফসার আলী, অনির্বাণ ভট্টাচার্য এবং অর্পিতা চট্টোপাধ্যায়।

পুরস্কার পেয়ে অভিভূত জয়া।

সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় ‘ভিঞ্চি দা’। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান কৌশিক গাঙ্গুলি। সেরা ছবি (সমালোচক) নির্বাচিত হয় ‘রবিবার’।

এ ছাড়া পরিচালক তরুণ মজুমদার ও প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে আজীবন সম্মাননা দেয়া হয়।

এ বিভাগের আরো খবর