বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি খুব ভালো আছি: হাসপাতাল থেকে মিমি

  •    
  • ১ এপ্রিল, ২০২১ ১৭:০৭

‘সবাই হাসপাতালের কথা শুনলে ভয় পেয়ে যাবেন বা চিন্তা করবেন, তাই সুহৃদ নজরুল সৈয়দের মাধ্যমে সবাইকে বলতে চাই আমি খুব ভালো আছি। এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়।’

গত সপ্তাহে কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে আফসানা মিমির। তখন থেকেই তিনি নিজ বাসায় আইসোলোশনে ছিলেন, সুস্থও ছিলেন।

এখনও যথেষ্টই সুস্থ এবং স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন তিনি। সাধারণ চিকিৎসা সহায়তার জন্য বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে তাকে।

নিবিড় পর্যবেক্ষণ বা গুরুতর চিকিৎসা সঙ্কটে নেই তিনি। আতঙ্ক, বিভ্রান্তি বা গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

বৃহস্পতিবার বিকেলের দিকে লেখক নজরুল সৈয়দের ফেসবুকে পোস্ট পোস্ট করা হয়েছে মিমির লেখা চিঠি।

তিনি লিখেছেন:

সারাজীবন সবার ভালোবাসা পেয়েছি। যখন কোনো বিপদ এসেছে জীবনে, সবাই পাশে থেকেছেন। গত ৯ দিন হলো আমি করোনা পজিটিভ। সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমি ভালো আছি।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিলাম।

ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতোদিন ঘরবন্দী থাকবেন? বরং আমি হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নেই। বাবাও একটু বাড়ির মধ্যে আরাম করে হাঁটা চলা করুন আর বাড়ির কাজে যারা সাহায্য করেন তারাও আরেকটু নিরাপদ থাকুন। তাহলে আমারও এর চেয়ে বিপদের সম্ভাবনা থাকবে না।

সবাই হাসপাতালের কথা শুনলে ভয় পেয়ে যাবেন বা চিন্তা করবেন, তাই সুহৃদ নজরুল সৈয়দের মাধ্যমে সবাইকে বলতে চাই আমি খুব ভালো আছি। এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়।

আর ভালো কথা, আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সবসময়ই খুব পজিটিভ।

অনন্ত ভালোবাসা

আফসানা মিমি

এ বিভাগের আরো খবর