করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী, পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।
তিনি বলেন, ‘গত ২১ অথবা ২২ মার্চের দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর থেকে তিনি বাসাতেই আইসোলেটেড ছিলেন।’
আফসানা মিমির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি আরও জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবিব নাসিম।
তবে তারা কেউই হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা তার ফেসবুক পেজে একটি লেখা শেয়ার করে। লেখাটি লিখেছেন নাট্যদল বটতলার ইভান রিয়াজ। সেখান থেকে জানা যায় হাসপাতালে ভর্তি হয়েছেন আফসানা মিমি।
তিনি লিখেছেন, ‘গত সপ্তাহে আফসানা মিমি আপার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকেই তিনি নিজ গৃহে আইসোলোশনে ছিলেন, সুস্থও ছিলেন। এখনো তিনি যথেষ্টই সুস্থ এবং স্বাভাবিক আছেন।
‘সাধারণ চিকিৎসা সহায়তার জন্য আজ (বৃহস্পতিবার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (ICU নয়)। আতঙ্ক না ছড়ানোর অনুরোধ রইলো সকলের প্রতি। আশা করছি মিমি আপা খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।’
আফসানা মিমি তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চনাটকের মধ্য দিয়ে। নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে তিনি কাজ শুরু করেন।
১৯৯০ সালের কোথাও কেউ নেই ধারাবাহিকে অভিনয় দিয়ে মিমি টেলিভিশনে অভিনয় জীবন শুরু করেন। এ ছাড়া তিনি নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে ও প্রিয়তমেষু সিনেমায় অভিনয় করেছেন।