বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং অভিনেতা অনুপম খেরেরে স্ত্রী কিরণ খের ব্লাড ক্যানসারে আক্রান্ত। বৃহস্পতিবার অনুপম খের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরচি জানিয়েছেন। চন্ডীগড়ের বিজেপি সভাপতিও নিশ্চিত করেছেন বিষয়টি।
অনুপম খের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গুজব ওঠার আগেই আমি সবাইকে জানাতে চাই, আমার স্ত্রী কিরণ খের ক্যানসারে আক্রান্ত৷ এটি একধরনের বিরল ব্লাড ক্যানসার৷ আপাতত কিরণের চিকিৎসা চলছে৷
‘চিকিৎসকের কড়া নজরে রয়েছে কিরণ৷ প্রচুর প্রিয়মানুষকে পাশে পেয়েছেন। সে নিজেও একজন ভালো মানুষ৷ সবাই কিরণের জন্য প্রার্থনা করুন৷ ভালোবাসা পাঠান৷ সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে৷’
অনেকদিন ধরেই বলিউডের ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তুমুল জনপ্রিয় কিরণ খের। মা’য়ের ভুমিকায় বেশি করলেও করলেও তার অভিনয়ে আনন্দ-বেদনা যেন ফুটে ওঠে খুব আপন হয়ে। তার মাঝে যেন দর্শকরা নিজের মা’কেই খুঁজতে চান।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এইই তার অভিনীত প্রথম বাংলা সিনেমা। সরদারি বেগম সিনেমার জন্যও পেয়েছেন জাতীয় পুরস্কার৷
দেবদাস, হামতুম, দোস্তানা, খামোশ পানি, বীর জারা, ফানা, কাভি অলবিদা না ক্যাহেনা, ওম শান্তি ওম, মেয় হু না এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমার অভিনেত্রী তিনি। বলিউডের তার অভিনীত সিনেমার তালিকা অনেক লম্বা৷
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত কিরণ৷ লোকসভায় বিজেপির সাংসদ তিনি।
গতবছরেই ক্যানসারের আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত৷ অভিনেত্রী সোনালি বেন্দ্রের ক্যানসারের চিকিৎসা চলছে এখনও৷ ক্যানসারেই প্রাণ হারিয়েছেন অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর৷