ভারতে করোনার প্রকোপ আবারও বেড়েছে। করোনায় আক্রান্ত হবার এবং অসুস্থ হয়ে পড়ার খবর আসছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
বলিউডেও করোনার ঢেউ পড়েছে। নায়ক-নায়িকাদের করোনায় আক্রান্তের খবর এখন নিয়মিত ঘটনা। সেই তালিকায় যুক্ত হলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। আপাতত মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে বাপ্পির মুখপাত্র জানিয়েছেন, সব রকম সাবধানতা মেনে চলা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন বাপ্পি লাহিড়ী। এখন তিনি চিকিৎসকের নজরদারিতে রয়েছেন।
সাম্প্রতিক সময়ে যারা বাপ্পির সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে বাপ্পির পরিবারের সদস্যরা।
কারোনা টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন বাপ্পি। সেটি জানিয়েছিলেন ইনস্টাগ্রামে। তবে টিকা নিয়েছিলেন কি না, তা জানা নেই কারও।
বলিউডের আরও যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে আছেন আমির খান, পরেশ রাওয়াল, মাধবনসহ আরও অনেক শিল্পী। রণবীর কাপুর করোনায় আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে গেছেন।