দ্বিতীয়বারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এল দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ঘরে। পশ্চিমবঙ্গে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমার বিভিন্ন বিভাগে সেরাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয় বুধবার রাতে।
জয়া আহসান রবিবার ও বিজয়া সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে পুরস্কার পেয়েছেন। সিনেমা দুটি পরিচালনা করেছেন অতনু ঘোষ ও কৌশিক গাঙ্গুলি।
জয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২০ এ সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে দুটি মনোনয়ন পেয়েছিলেন। বিজয়া ও রবিবার সিনেমার জন্য দুটি মনোনয়ন থেকেই সেরার পুরস্কার পেলেন তিনি।
২০১৭ সালে মুক্তি পাওয়া বিসর্জন সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে প্রথমবারের মতো ফিল্মফেয়ার পেয়েছিলেন জয়া। তিনি প্রথম কোনো বাংলাদেশি অভিনয়শিল্পী যার হাতে ওঠে ফিল্মফেয়ার।
২০২১ এ অনুষ্ঠিত হলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার চতুর্থ আসর। আয়োজনে রবিবার সিনেমাটি সমালোচক বিভাগে হয়েছে সেরা সিনেমা। ভিঞ্চি দা সিনেমাটি পেয়েছে সেরা সিনেমার পুরস্কার।
ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি হাতে জয়া আহসান। ছবি: সংগৃহীত
জ্যেষ্ঠপুত্র সিনেমার জন্য কৌশিক গাঙ্গুলি পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। এছাড়া গুমনামি সিনেমার জন্য প্রসেনজিৎ সেরা অভিনেতা ও পরিণীতা সিনেমার জন্য শুভশ্রী গাঙ্গুলি হয়েছেন হয়েছেন সেরা অভিনেত্রী।
মোট ২১টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার।