জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মালায়ালাম ভাষার সিনেমা হেলেনের বলিউড রিমেক করা হচ্ছে। এ রিমেকে অভিনয় করবেন জাহ্নবি কাপুর।
সাধাসিধে এক কর্মজীবী তরুণীর চরিত্রে জাহ্নবিকে এ সিনেমায় দেখা যাবে। তার জীবন সঙ্কটাপন্ন হয়ে পড়ে যখন তিনি একটি সুপারমার্কেটের ফ্রিজারে আটকা পড়ে যান।
এ চরিত্রে অভিনয়ের জাহ্নবিকে নিতে হবে কিছু প্রস্তুতি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, জন্য শূন্যের নিচে তাপমাত্রায় জাহ্নবিকে শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়ার অভিনয় করতে হবে।
তার অভিনয় দিয়ে ভয় ও আতঙ্ক ফুটিয়ে তুলতে হবে। এ অভিনয়ের পারদর্শী হয়ে ওঠার জন্য জাহ্নবিকে একা থাকতে হবে, মানসিক আঘাতের প্রাথমিক স্তরে নিজেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
হেলেন সিনেমাটির প্রযোজক জাহ্নবি কাপুরের বাবা বনি কাপুর। তার মতে, জাহ্নবির ক্যারিয়ারের শুরুতেই বেঁচে থাকার লড়াই করা চরিত্রে অভিনয় করতে পারা একটি চ্যালেঞ্জ।
বনি কাপুর বলেন, ‘সিনেমায় অভিনয় যদি নকল মনে হয়, তবে দর্শক সিনেমাটি দেখবে না। জাহ্নবিকে তার চরিত্রের দুর্দশা বোঝাতে অনেক পরিশ্রম করতে হবে।’