বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’ সিনেমার মুক্তি পেছালো

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ১৫:১২

‘ভেনম ২’ সিনেমাটি ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ডিয়ার ইভান হানসেল’ ও ‘দ্য সোপ্রানোস’ সিনেমার প্রিক্যুয়াল সিনেমা ‘দ্য মেনি সেইন্টস অফ নিউআর্ক’ –এর সঙ্গে।

টম হার্ডি অভিনীত ভেনম: লেট দেয়ার বি কার্নেজ বা ভেনম ২ সিনেমা মুক্তির তারিখ পেছানো হয়েছে। সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর। তারিখ এক সপ্তাহ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২৪ সেপ্টেম্বরে।

ভেনম সিনেমার সিক্যুয়াল ভেনম ২ করোনাভাইরাস মহামারির কারণে ২৫ জুন থেকে সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছিল।

১৭ সেপ্টেম্বর ভেনম ২ সিনেমার সঙ্গে আরও মুক্তি পাওয়ার কথা খুন রহস্যের গল্প নিয়ে তৈরি সিনেমা ডেথ অফ দ্য নাইল ও শিশুতোষ অ্যানিমেশন সিনেমা দ্য বস বেবি: ফ্যামিলি বিজনেস।

ভেনম ২ সিনেমার মুক্তি এক সপ্তাহ পেছানো কারণে এ সিনেমাগুলোর সঙ্গে মুক্তি পাওয়া সম্ভব হবে না। ভেনম ২ সিনেমাটি ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ডিয়ার ইভান হানসেল ও দ্য সোপ্রানোস সিনেমার প্রিক্যুয়াল সিনেমা দ্য মেনি সেইন্টস অফ নিউআর্ক –এর সঙ্গে।

ভেনম সিনেমার প্রথম পর্ব বক্স অফিস হিট হয়েছিল ২০১৮ সালে। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৫ মিলিয়ন ডলার।

ভেনম ২ সিনেমায় টম হার্ডি ছাড়া আরও অভিনয় করেছেন কার্নেজ চরিত্রে উডি হ্যারেলসন, অ্যান ওয়েং চরিত্রে মিশেল উইলিয়ামস, ড্যান লুইস চরিত্রে রিড স্কট ও শ্রেক চরিত্রে নায়মি হ্যারিস।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি সের্কিস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল। টম হার্ডি এ সিনেমার গল্প রচয়িতা ও প্রযোজকদের মধ্যেও একজন।

এ বিভাগের আরো খবর