করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বাংলাদেশের মতো ভারতেও পরিস্থিতি একই রকম। এমন অবস্থায় বলিউডে আবারও আসতে পারে স্থবিরতা।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে প্রযোজক আনন্দ পন্ডিত তার সিনেমা চেহেরে মুক্তির তারিখ পেছালেন।
অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত চেহেরে সিনেমা মুক্তির দেয়ার কথা ছিল ৯ এপ্রিল। সিনেমাটি কবে মুক্তি দেয়া হবে, তা শিগগিরই জানা যাবে।
সিনেমা মুক্তির তারিখ পেছান নিয়ে আনন্দ পন্ডিত বলেন, ‘যারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ভক্ত ও দর্শকদের সুরক্ষার কথা বিবেচনা করে চেহেরে সিনেমা মুক্তি পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে সিনেমাটি দেখানোর জন্য আমাদের টিম অনেক কষ্ট করেছে। তাই আমরা চাইব, সকলে সুস্থ অবস্থায় যেন সিনেমাটি দেখতে পারে।’
ইমরান হাশমি তার ইনস্টাগ্রামে চেহেরে সিনেমার পক্ষ থেকে একটি নোট পোস্ট করেন। তাতে লেখা, ‘কোভিড-১৯ এর কেসের সংখ্যা বেড়ে যাওয়া ও সিনেমা হল্গুলোর জন্য নতুন নিয়মনীতি তৈরি হওয়ায় চেহেরে সিনেমাটি ৯ এপ্রিল আমরা মুক্তি দিতে পারছি না।
‘ট্রেলার মুক্তির পর আমরা আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সিনেমাটি আমরা তখনই মুক্তি দেব যখন এটা দেখার জন্য পরিবেশ সহায়ক হবে।’
চেহেরে সিনেমাটি পরিচালনা করেছেন রুমি জাফরি। এতে আরও অভিনয় করেছেন রিয়া চক্রবর্তী, ক্রিস্টাল ডি সুজা, অন্নু কাপুর ও ধৃতিমান চট্টোপাধ্যায়।