বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৃজিতের হাত ধরে পর্দায় ফিরছেন মহানায়ক

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ১৩:০৭

সৃজিত আনন্দবাজারকে বলেন, ‘অটোগ্রাফ যেমন সত্যজিৎ রায় এবং উত্তম বাবুর প্রতি ট্রিবিউট ছিল, উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে তাকে এই ছবির মাধ্যমে ফের ট্রিবিউট দিচ্ছি।’

দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার ইহলোক ছেড়েছেন ১৯৮০ সালের ২৪ জুলাই। এর চার দশক পর মহানায়ককে ফের সিনেমার পর্দায় হাজির করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

কালজয়ী নায়ককে নিয়ে নির্মিয়মাণ চলচ্চিত্রের নাম ‘অতি উত্তম’। এতে স্বয়ং উত্তমকেই দেখাবেন সৃজিত।

৫৪টি ছবি, ফুটেজ নিয়ে ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে উত্তমকে সিনেমার পর্দায় হাজির করবেন সৃজিত।

টানা তিন বছর ধরে সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৃজিত। এ সময়ে মহানায়কের ছবি, ফুটেজ দেখে তার কথা বলার ধরন, হাঁটাচলার ভঙ্গি নিয়েও গবেষণা করেছেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, সৃজিতের অন্যান্য সিনেমার মতো এ সিনেমার গল্প রহস্যে ঘেরা নয়। ‘কিং অফ রোম্যান্স’ খ্যাত নায়ক উত্তম কুমারের সিনেমায় প্রেম-ভালোবাসা না থাকলে কি চলে?

সে বিষয়টি মাথায় রেখেই নির্মাতা অতি উত্তম সিনেমাটিকে প্রেমনির্ভর কমেডি ঘরানার করেছেন।

অতি উত্তম সিনেমাটি উত্তম কুমার ও তার এক একনিষ্ঠ ভক্তকে নিয়ে। সে ভক্ত প্রেমজনিত সমস্যায় পড়ে। তা থেকে নিষ্কৃতি পেতে দ্বারস্থ হন প্রিয় অভিনেতার কাছে। নানান বুদ্ধি দিয়ে ভক্তের বিপদে সাহায্য করেন উত্তম।

এই প্রথম সৃজিত রোমান্টিক কমেডিধর্মী গল্প নিয়ে সিনেমা বানাতে চলেছেন। সৃজিতের প্রথম সিনেমা অটোগ্রাফ-এর ১০ বছর পূর্তিতে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিনেমা বানানো হচ্ছে।

এ নিয়ে সৃজিত আনন্দবাজারকে বলেন, ‘অটোগ্রাফ যেমন সত্যজিৎ রায় এবং উত্তম বাবুর প্রতি ট্রিবিউট ছিল, উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে তাকে এই ছবির মাধ্যমে ফের ট্রিবিউট দিচ্ছি।’

এ সিনেমায় সৃজিত নতুন কিছু অভিনয়শিল্পী নিয়ে কাজ করবেন। তাদের মধ্যে আছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, জিনা তরফদার ও উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। তাদের এ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে দেখা যাবে। এ ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন লাবণী সরকার ও শুভাশিস মুখোপাধ্যায়।

সৃজিত আরও বলেন, ‘মানুষ এমনিতেই করোনার জন্য ভীত, সন্ত্রস্ত। আমি এমন একটা গল্প বলতে চেয়েছি, যা মানুষকে অনুপ্রাণিত করবে হলে ফেরার জন্য। আমি যার শরণাপন্ন হয়েছি, তিনিই একমাত্র এ কাজটি সম্পন্ন করতে পারবেন।’

এ বিভাগের আরো খবর