জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের নির্মাণকাজ চলছে ভারতের মুম্বাইতে। জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশের অভিনয়শিল্পীরা অংশ নিয়েছেন শুটিংয়ে। দৃশ্যধারণের জন্য একাধিকবার মুম্বাই-ঢাকা যাতায়াত করতে হয়েছে তাদের।
বায়োপিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার বড় বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি তার চরিত্রের মুম্বাই অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে।ফেসবুকে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন তিশা নিজেই। সোমবার রাত ১০টার দিকে নিজের ভেডিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তাটি পোস্ট করেন তিশা।তিনি বলেন, ‘মুম্বাইতে শুটিং শেষ হচ্ছে। প্রায় দুই মাস পর আমি ঢাকা ফিরছি। একটু খারাপ লাগছে। কারণ এত দিন এখানে যাদের সঙ্গে কাজ করেছি, তারা অনেকটা পরিবারের মতো হয়ে গিয়েছিল। তাদের ছেড়ে যেতে খারাপ লাগছে।’
তিনি আরও বলেন, ‘...একই সঙ্গে আমি অনেক খুশি। কারণ আমি আমার দেশে আসছি। আমি আমার পরিবার, বন্ধু, স্বজন, ভক্তদের কাছে ফিরছি।’
ভিডিওতে তিশা তার থাকার ঘর দেখান। তিনি পরিচয় করিয়ে দেন সেই ঘরে রাখা কৃত্রিম কুকুর চিকি ও একটি গাছের সঙ্গে। তিশা জানান, চিকি ও গাছ তাকে সঙ্গ দিয়েছে।
এপ্রিলে শেষ হবে ‘বঙ্গবন্ধু’ সিনেমার মুম্বাই অংশের শুটিং। সেপ্টেম্বর থেকে শুরু হবে ঢাকা অংশের দৃশ্যধারণ।