বলিউড নবাব সাইফ আলি খানের বড় মেয়ে সারা আলি খান। তিনিও নাম লিখিয়েছেন বলিউডে। বাবার সঙ্গে দারুণ সম্পর্ক তার। বাবাকে যেমন ভালোবাসেন তেমন দুষ্টুমিও করেন সারা।
এই যেমন এবার সারা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টার মাই ডে তে। যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি দেকানের সামনে বসে আছেন। দোকানটিতে টেবিলের ওপর বিভিন্ন প্যাকেট ও কৌটায় চানাচুর-বিস্কুটের মতো হালকা খাবর রাখা। পাশে কোমল পানিয়র বক্স দেখা যাচ্ছে।
কিন্তু এসব তো যে কোনো দেকানের নিয়মিত চিত্র। আর এতে করে সারার দুষ্টুমিও প্রকাশ পায় না।
আসল ঘটনাটা অন্যখানে। সারা যেখানে বসে আছেন, তার ঠিক মাথার ওপরে হিন্দি ভাষায় কিছু একটা লেখা আছে। সেই লেখাটির বাংলা করলে দাঁড়ায়, সাইফ চা ওয়ালা।
বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবি: সংগৃহীত
না, সারার বাবা সাইফ আলি খান কোনো চায়ের দোকান খোলেননি। মূলত সাইফ নামের অন্য কেউ দোকানটির মালিক। তিনি চায়ের পাশাপাশি অন্য কিছুও বিক্রি করেন। তাই নিজের দোকানে নিজের নাম লিখে রেখেছেন সেই সাইফ।
বিষয়টি সারা আলি খানের চোখে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি গিয়ে নামের সঙ্গে ছবি তুলেছেন। ইনস্টার মাই ডে তে ছবিটি দিয়ে তার নিচে লিখেছেন, ‘আই লাভ মাই ড্যাড, আর্থাৎ আমি আমার বাবাকে ভালোবাসি।’