বলিউড তারকারা মেতেছেন হোলি খেলায়। করোনাভাইরাস মহামারির কারণে জনসমাগমে হোলি উদযাপন করতে না পারলেও নিজ নিজ ঘরে পরিবারের সঙ্গে বা সহকারীদের সঙ্গে দোলযাত্রা উদযাপনে হোলি খেলেছেন এ তারকারা।
একে অপরকে রঙে রাঙিয়ে হোলি খেলার ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেখে নেয়া যাক কোন কোন তারকা কীভাবে হোলি উদযাপন করছেন:
কারিনা কাপুর তার বড় ছেলে তাইমুরের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। কারিনা ও সাইফ তাদের পরিবারের সঙ্গে এবার হোলি উদযাপন করছেন। সঙ্গে আছেন সাইফ আলি খানের বোন সোহা আলি খানের পরিবার।
সোহা তার মেয়ে ইনায়া ও তাইমুরের একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে এ দুই ভাই-বোনকে পানি ও রং নিয়ে খেলতে দেখা যায়।
বোন ইনায়ার সঙ্গে তাইমুরের হোলি
অমিতাভ বচ্চন শেয়ার করেছেন পুরনো একটি সাদা-কালো ছবি। সে ছবিতে দেখা যায় তরুণ অমিতাভ বচ্চন, সঙ্গে স্ত্রী জয়া বচ্চন ও তাদের এক সন্তান। তবে ছবি দেখে বোঝা যাচ্ছে না অমিতাভের কাঁধে বসে থাকা সন্তানটি অভিষেক নাকি তার বোন শ্বেতা। ছবির ক্যাপশনে অমিতাভ তার সিনেমার গানের একটি লাইন তুলে দিয়েছেন-‘রাঙ বারসে ভিগে চুনার ওয়ালি রাঙ বারসে’।
অমিতাভ বচ্চনের পোস্ট করা ছবি
বাবার মতো অভিষেক বচ্চনও তার পরিবারের সঙ্গে হোলি উদযাপন করা মুহূর্তের পুরনো একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সে ছবিতে দেখা যায় গোলাপি রং মেখে ঘাসের উপর শুয়ে আছেন অভিষেক। তার পাশের দুইজনের চেহারা ছবিতে দেখা না গেলেও তারা যে ঐশ্বর্য রায় ও আরাধ্য, তাতে কোনো সন্দেহ নেই।
পরিবারের সঙ্গে অভিষেক বচ্চন
কঙ্গনা রানাউত এবারের হোলি উদযাপন করেছেন তার সহকর্মীদের সঙ্গে। জয়সালমেরে তেজাস সিনেমার শুটিং সেটে সহকর্মীদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখা, ‘কাজের দিনে হোলি। কিন্তু কাজ আমাদের হোলি খেলা থামাতে পারবে না।’
তেজাস সিনেমার সেটে সহকর্মীদের সঙ্গে কঙ্গনা
শিল্পা শেঠি কুন্দ্রাকে দেখা গেল পরিবারের সঙ্গে নিজের বাসায় হোলি উদযাপন করতে। বাড়ির আঙিনাতেই স্বামী, দুই সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হোলি খেলছেন শিল্পা।
শিল্পা শেঠি কুন্দ্রা ও তার পরিবার
অর্জুন রামপালও পরিবারের সঙ্গে রং খেলেছেন। বান্ধবী গ্যাব্রিয়েলা ও তাদের ছেলে আরিকের সঙ্গে হোলির সকালে ছবি পোস্ট করেছেন এ অভিনেতা। ছবির ক্যাপশনে সবাইকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
অর্জুন রামপাল ও তার পরিবার
করণ জোহর হোলি পালন করেছেন তার দুই সন্তান ও মা মায়ের সঙ্গে। ছেলে ইয়াশ ও মেয়ে রুহিকে নিয়ে ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
ইয়াশ ও রুহিকে নিয়ে করণ জোহর
প্রিয়াঙ্কা চোপড়া লন্ডনে এবার হোলি পালন করেছেন। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস ও তার পরিবার। ইনস্টাগ্রামে লন্ডনের হোলির কিছু ছবি পোস্ট করেছেন তিনি।
লন্ডনে প্রিয়াঙ্কা চোপড়া ও তার পরিবার
জনপ্রিয় তারকা জুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা বরাবরই একে অপরের সঙ্গে হাসিঠাট্টায় মেতে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। জেনেলিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে রিতেশের সঙ্গে তাকে দুষ্টুমিতে মেতে উঠতে দেখা গেছে।