বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বক্স অফিসের শীর্ষে ওডেনকার্কের ‘নোবডি’

  •    
  • ২৯ মার্চ, ২০২১ ১২:০২

বিশ্বব্যাপী নোবডি সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১১.৭ মিলিয়ন ডলার। যদিও এ সিনেমাকে কোনো উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়নি।

বব ওডেনকার্ক দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় ব্রেকিং ব্যাড ও বেটার কল সোল সিরিজের মাধ্যমে। এ বছর মার্চে মুক্তি পায় ওডেনকার্কের অ্যাকশনধর্মী সিনেমা নোবডি।

যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসের তালিকায় সপ্তাহজুড়ে এক নম্বরে থাকে। ২ হাজার ৪৬০টি প্রেক্ষাগৃহ থেকে ৬.৭ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি।

করোনাভাইরাস মহামারির পর উত্তর আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলো খুলে দেয়া হলে মুক্তি দেয়া হয় ইলিয়া নাইশহুলার পরিচালিত নোবডি সিনেমাটি।

দর্শক ও সমালোচকদের কাছে সিনেমাটি গ্রহণযোগ্যতা পায়। বব ওডেনকার্ককে নতুন চরিত্রে ও অ্যাকশন করতে দেখার আগ্রহ থেকেই অনেকে সিনেমাটি দেখতে আগ্রহী হয় বলে ধারণা করে যুক্তরাষ্ট্রের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি।

‘নোবডি’ সিনেমার দৃশ্যে বব ওডেনকার্ক

নোবডি সিনেমাটির গল্প আবর্তিত হয় এক বাবাকে ঘিরে। তার পরিবার ডাকাতির শিকার হয় এবং ওডেনকার্কের চরিত্র হাচ ম্যানসেল এর তদন্তে নেমে পড়েন।

আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আরও ৫০ লাখ ডলার আয় করে। ফলে বিশ্বব্যাপী নোবডি সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১১.৭ মিলিয়ন ডলার। যদিও এ সিনেমাকে কোনো উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়নি।

‘নোবডি’ সিনেমার দৃশ্যে বব ওডেনকার্ক

সিনেমাটি আরও কিছু সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এরপর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শন করবে এর পরিবেশক ইউনিভার্সাল স্টুডিও। সিনেমার বাজেট ছিল ১৬ মিলিয়ন ডলার।

১.১ মিলিয়ন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বক্স অফিসের সবচেয়ে বেশি আয় করা প্রদেশগুলোর মধ্যে এগিয়ে আছে। আর বিশ্বব্যাপী ১২১ মিলিয়ন ডলার আয় করে এগিয়ে আছে গডজিলা ভার্সেস কং সিনেমাটি।

এ বিভাগের আরো খবর