বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বিজয়ীরা

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৭:৪৮

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বিজয়ীদের মধ্যে সাতটি বিভাগে পুরস্কার পেয়েছে তাপসি পান্নু অভিনীত থাপ্পাড় সিনেমা। অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো সিনেমাটি ছয় বিভাগে পুরস্কার পায়।

ভারতের অন্যতম চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৬তম আসর অনুষ্ঠিত হয়েছে শনিবার।

এ অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে সাতটি বিভাগে পুরস্কার পেয়ে সবার চেয়ে এগিয়ে আছে তাপসি পান্নু অভিনীত থাপ্পাড় সিনেমা। অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো সিনেমাটি ছয় বিভাগে পুরস্কার পায়।

সেরা অভিনেতার ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতে নেন প্রয়াত অভিনেতা ইরফান খান।

ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ীদের তালিকা দেখে নেয়া যাক:

বেস্ট ফিল্ম: থাপ্পাড়

থাপ্পাড় সিনেমায় তাপসি পান্নু

বেস্ট ডিরেক্টর: ওম রাউত (তানহাজি-দ্য আনসাং ওয়ারিয়র)

বেস্ট অ্যাক্টর ইন অ্যা লিডিং রোল (মেইল): ইরফান খান (আংরেজি মিডিয়াম)

বেস্ট অ্যাক্টর ইন অ্যা লিডিং রোল (ফিমেইল): তাপসি পান্নু (থাপ্পাড়)

বেস্ট অ্যাক্টর (ক্রিটিকস): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)

গুলাবো সিতাবো সিনেমায় অমিতাভ বচ্চন

বেস্ট অ্যাক্টর (ক্রিটিকস): তিলোত্তমা সোম (ইজ লাভ এনাফ? স্যার)

বেস্ট অ্যাক্টর ইন অ্যা সাপোর্টিং রোল (মেইল): সাইফ আলি খান (তানহাজি-দ্য আনসাং ওয়ারিয়র)

বেস্ট অ্যাক্টর ইন অ্যা সাপোর্টিং রোল (ফিমেইল): ফাররুক ফাফর (গুলাবো সিতাবো)

বেস্ট ফিল্ম (ক্রিটিকস): প্রতীক ভাটস (এব আলে ও)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও সেরা অভিনেতার পুরস্কার দেয়া হয় ইরফান খানকে

এ ছাড়াও বেস্ট ডেবিউ ফিমেল, দ্য অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম (ফিকশন), বেস্ট ফিল্ম (নন ফিকশন), বেস্ট অ্যাক্টর (মেইল), বেস্ট অ্যাক্টর (ফিমেইল), দ্য বেস্ট ফিল্ম (পপুলার চয়েস), বেস্ট স্টোরি, বেস্ট মিউজিক অ্যালবাম, বেস্ট লিরিকস, বেস্ট প্লেব্যাক সিংগার (মেইল), বেস্ট প্লেব্যাক সিংগার (ফিমেইল), বেস্ট স্ক্রিনপ্লে, বেস্ট ডায়লগ, বেস্ট ডেবিউ ডিরেক্টর, বেস্ট ভিএফএক্স, বেস্ট সাউন্ড ডিজাইন, বেস্ট প্রোডাকশন ডিজাইন, বেস্ট এডিটিং, বেস্ট কস্টিউম ডিজাইন, বেস্ট কোরিওগ্রাফি, বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও বেস্ট অ্যাকশন বিভাগে পুরস্কার দেয়া হয়।

এ বিভাগের আরো খবর