বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বইমেলায় এসেছে মিথিলার ‘তানজানিয়ার দ্বীপে’

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৭:১৯

মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে শিশুদের জন্য লেখা ভ্রমণবিষয়ক এই বইটির সিরিজের নাম ‘আইরা আর মায়ের অভিযান’। তানজানিয়ার দ্বীপে এই সিরিজেরই প্রথম গল্প।

জনপ্রিয় অভিনেত্রী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার লেখা ভ্রমণবিষয়ক বই তানজানিয়ার দ্বীপে এসেছে বইমেলায়।

শনিবার বিকেলে বইমেলার শিশু চত্বরে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক।

মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে শিশুদের জন্য লেখা ভ্রমণবিষয়ক এই বইটির সিরিজের নাম ‘আইরা আর মায়ের অভিযান’। তানজানিয়ার দ্বীপে এই সিরিজেরই প্রথম গল্প।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিথিলা বলেন, ‘আমার আর আমার মেয়ের একসঙ্গে প্রচুর ভ্রমণের অভিজ্ঞতা। আমি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করি। সেই কারণে আফ্রিকার বিভিন্ন দেশসহ অনেক দেশে কাজের কারণে যেতে হয়।

‘আমি আমার মেয়েকেও ছোট থেকে সাথে সাথে নিয়ে যাই। তখন আমাদের অনেক ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। সেটা নিয়েই বাচ্চাদের জন্য মজা করে লিখেছি, যেন বাচ্চারা এবং বাবা-মায়েরা আমাদের গল্পগুলো পড়ে মজা পায়, ওদেরও ভালো লাগে।’

তানজানিয়ার দ্বীপে বইয়ের উদ্বোধন

বইটি নিয়ে মিথিলা বলেন, প্রথমত বইটি থেকে বাচ্চারা নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে পারবে। আমাদের প্রথম গল্পটা হচ্ছে তানজানিয়ার দ্বীপে । তানজানিয়া আফ্রিকা মহাদেশের একটা দেশ। তানজানিয়ায় কিন্তু সবাই যাতে পারে না। সবার যাওয়ার সেই সৌভাগ্য বা সেই সুযোগ হয় না। বইটিতে তানজানিয়া দেশটা সম্পর্কে জানতে পারবে শিশুরা।

‘আমরা একটা দ্বীপে গিয়েছি। দ্বীপ কেমন হয়, সেখানে কী কী জিনিস দেখা যায়; সেগুলো নিয়ে বাচ্চারা জানতে পারবে। তারপর আমাদের মা-মেয়ের যে বন্ডিং, আমাদের যে মজার মজার অভিজ্ঞতা সেগুলো নিয়েও বাচ্চারাও জানতে পারবে, বাবা-মায়েরাও জানতে পারবে।’

শিশুতোষ গ্রন্থের ব্র্যান্ড গুফি থেকে বের হয়েছে বইটি। তানজানিয়ার দ্বীপে এই সিরিজের পাঁচটি বই লেখার জন্য গুফির মূল প্রতিষ্ঠান লাইট অফ হোপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।

এ বিভাগের আরো খবর