বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম মিউজিক ভিডিওতে নাচলেন নওয়াজউদ্দিন

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৫:৩৬

নওয়াজউদ্দিনকে ‘বারিশ কি জায়ে’ গানের ভিডিওতে একেবারেই ভিন্ন রূপে দেখা যায়। হাতে বন্দুক থাকলেও এ প্রথমবার নওয়াজউদ্দিনকে নাচতে দেখা গেছে গানের তালে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি এই প্রথম অভিনয় করেছেন মিউজিক ভিডিওতে। গানের নাম বারিশ কি জায়ে । গানটি প্রকাশ পায় শনিবার।

নওয়াজউদ্দিনকে এ সিনেমায় দেখা যায় পাড়ার মস্তানের চরিত্রে, যিনি মানসিকভাবে দুর্বল এক মেয়ের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন।

মিউজিক ভিডিওর এ গল্প সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। পুরনো দিল্লিতে ভারত ঠাকুর নামে এক মস্তান কৌশাল্য দেবী নামে এক মেয়েকে বিয়ে করেন। মেয়েটির পরিবারে শুধু তার দাদি থাকতেন। পরবর্তীতে এ দম্পতি দুই ছেলের জন্ম দেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বি প্রাক গানটিতে কণ্ঠ দেন। গানের সুর ও কথা লিখেছেন জানি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরবিন্দর খাইরা, যিনি পাঞ্জাবের সেরা পরিচালকদের মধ্যে একজন।

বারিশ কি জায়ে মিউজিক ভিডিওতে নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিনকে এ গানের ভিডিওতে একেবারেই ভিন্ন রূপে দেখা যায়। হাতে বন্দুক থাকলেও এ প্রথমবার নওয়াজউদ্দিনকে নাচতে দেখা গেছে গানের তালে। নওয়াজউদ্দিনের ভক্তরা এতে ভীষণ খুশি।

বারিশ কি জায়ে মিউজিক ভিডিওতে সুনন্দা শর্মা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিনের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন সুনন্দা শর্মা। প্রেমিকার শিশুসুলভ কাজে হাসতে দেখা যায় নওয়াজউদ্দিনকে, কখনও তিনি নিজেও প্রেমিকার সঙ্গে তাল মিলিয়ে নেমে পড়েন দুষ্টুমিতে।

এ বিভাগের আরো খবর