বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহরুখের অফিস সাজালেন গৌরী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ মার্চ, ২০২১ ১৩:১৯

শাহরুখ স্ত্রী গৌরী খানকে উদ্দেশ করে লেখেন, ‘তুমি কি দয়া করে এখন আমার রেড চিলিস অফিস নতুন করে সাজিয়ে দেবে? নতুন একটা সিলিংয়ের জন্য আমি কবে থেকে তোমাকে বলছি!!! কাজ শুরু করার সময় উপরে সুন্দর কিছু দেখতে চাই আমি।’

গত বছর থেকে শাহরুখের আবদার, তার অফিস সাজিয়ে দেবেন গৌরী। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এনটারটেইনমেন্টের অফিস নতুন করে সাজাতে চান শাহরুখ খান।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গত বছরের জুলাইতে লিখেছিলেন শাহরুখ। তিনি স্ত্রী গৌরী খানকে উদ্দেশ করে লেখেন, ‘তুমি কি দয়া করে এখন আমার রেড চিলিস অফিস নতুন করে সাজিয়ে দেবে? নতুন একটা সিলিংয়ের জন্য আমি কবে থেকে তোমাকে বলছি!!! কাজ শুরু করার সময় উপরে সুন্দর কিছু দেখতে চাই আমি।’

ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। লকডাউনের সময়ে তাই শাহরুখের মুম্বাইয়ের এই অফিস সাজানোর কাজেই তিনি ব্যস্ত ছিলেন।

সম্প্রতি শাহরুখ খানের অফিস সাজানোর কাজ শেষ করেছেন গৌরী। শনিবার ইনস্টাগ্রামে নতুনভাবে সাজানো রেড চিলিস অফিসের ছবি দিয়ে তাই জানিয়েছেন তিনি।

শাহরুখের অফিসের নতুন সাজ

মিনিমাল ধাঁচে কালো, সাদা ও ধূসর রঙের সংমিশ্রণে শাহরুখের অফিস সাজিয়েছেন গৌরী।

গৌরী ইনস্টাগ্রামের ছবির ক্যাপশনে লেখেন, ‘বিশাল বহিরাঙ্গন নিয়ে তৈরি অফিস ডিজাইন করা আমার জন্য একটা মজার চ্যালেঞ্জ ছিল। ভার্চুয়াল মিটিং ও আগামী প্রজেক্টের জন্য সৃজনশীল পরিকল্পনার জন্য অফিসে যে স্বাচ্ছন্দ্য ও স্বস্তি প্রয়োজন, তাই আমার প্রথম চিন্তায় অগ্রাধিকার পেয়েছে।’

ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান সাজিয়েছেন শাহরুখ খানের অফিস

এ বিভাগের আরো খবর