করোনাভাইরাসের কারণে দেয়া লকডাউন তুলে নেয়ার পর বেড়ে যায় বিয়ে করার হিড়িক। এ তালিকায় রয়েছেন বলিউডের অনেকেই। গত বছর থেকে এ বছর পর্যন্ত অনেক তারকাই শুরু করেছেন তাদের জীবনের নতুন ইনিংস।
কাজের ফাঁকে কেউ কেউ সেরে নিয়েছেন মধুচন্দ্রিমাও। তবে এই তারকা দম্পতিদের অনেকেই অপেক্ষায় আছেন একসঙ্গে হোলি খেলবেন বলে। রোববার হোলির রং নতুন দম্পতিদের রাঙিয়ে তুলবে।
বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল:
চলতি বছরের ২৪ জানুয়ারি প্রেমিকা নাতাশাকে বিয়ে করেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আলিবাগে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। বিয়ের পর প্রথমবার হোলি খেলবেন এই তারকা দম্পতি।
দিয়া মির্জা ও বৈভব রেখি:
নিজের বাড়িতে ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন অভিনেত্রী দিয়া মির্জা। লাল টুকটুকে শাড়ি পরা দিয়ার বিয়ের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বিয়ের পরে এই দম্পতির প্রথম হোলি।
গহর খান ও জায়েদ দরবার:
গত বছরের ২৫ ডিসেম্বর বিয়ে করেন অভিনেত্রী গহর খান ও সংগীত পরিচালক জায়েদ দরবার। বেশ জাঁকজমকভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন তারা। হোলি খেলার জন্য এ দম্পতিও অপেক্ষায় আছেন।
নেহা কাক্কার ও রোহানপ্রীত সিং:
পাঞ্জাবি নিয়মে বিয়ে করেন নেহা কাক্কার ও রোহানপ্রীত সিং। তাদের বিয়ের ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। ভালোবাসা দিবস একসঙ্গে পালন করছেন তারা। উপহার হিসেবে স্ত্রীর নাম ট্যাটু করিয়েছিলেন রোহান। হোলিতেও হয়তো নতুন কোনো উপহার পাবেন নেহা।
আদিত্য নারায়ণ ও শ্বেতা আগারওয়াল:
নেহা ও রোহানপ্রীতের বিয়ের দুই মাস পরেই উদিত নারায়ণের ছেলে সংগীতশিল্পী আদিত্য নারায়ণ ও অভিনেত্রী শ্বেতা আগারওয়াল বিয়ে করেন। ঘরোয়া পরিবেশেই এই দম্পতির বিয়ে হয়। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ের পর প্রথম হোলি খেলবেন আদিত্য।
কাজল আগরওয়াল ও গৌতম কিচলু:
গত বছরের অক্টোবরে বিয়ে করেন মাগাধিরা খ্যাত অভিনেত্রী কাজল আগারওয়াল। তিনি বিয়ে করেন উদ্যোক্তা গৌতম কিচলুকে। মুম্বাইয়ের নিজ বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান সারেন তারা। মধুচন্দ্রিমায় যান মালদ্বীপে। হোলির অপেক্ষায় আছেন এই নতুন দম্পতিও।
রানা দাগুবাতি ও মিহিকা বাজাজ:
গত বছরের আগস্টে হায়দরাবাদে বিয়ে করেন বাহুবলির বল্লালদেব অর্থাৎ রানা দাগুবাতি। দীর্ঘদিনের প্রেমিকা মিহিকা বাজাজকে তুলে নেন নিজের ঘরে। বিয়ের পর এই দম্পতিরও প্রথম হোলি।