বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রেডিও চ্যানেলে ফারিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ মার্চ, ২০২১ ১৭:২০

এশিয়ান নেটওয়ার্ক চ্যানেলের প্রধান আহমেদ হুসেন বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা শুধু স্বাধীনতার ৫০ বছরের দিকেই ফিরে তাকাতে চাইছি না, আগামী ৫০ বছরের দিকেও আমরা তাকাতে চাই।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বছর ব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেছে বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রেডিও চ্যানেল। ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভুত তরুণদের সাফল্যকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

এই তালিকায় স্থান করে নিয়েছেন দেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বিবিসি সাউন্ডে গিয়ে শোনা যাবে নুসরাত ফারিয়ার জীবনের নানা গল্প। গল্প বলার পাশাপাশি চলবে বিভিন্ন শিল্পীর ২০টি গান। কেন এই বিশটি গান তিনি নির্বাচন করলেন সেই কথাও জানাবেন এই অভিনেত্রী।

২৬ মার্চ প্রকাশ পেয়েছে অনুষ্ঠানটি। ২৮ দিন অনলাইনে এটি শুনতে পারবেন শ্রোতারা। আয়োজনে নুসরাতের পছন্দের যে গানগুলো শুনতে পাবেন সেগুলোর মধ্যে রয়েছে আমি বাংলার গান গাই, শিল্পী আমি তোমাদেরই গান শোনাব, সে যে বসে আছে, সেই তুমিসহ আরও কিছু গান। নিজের গাওয়া আমি চাই থাকতে গানও প্লে করে শোনাবেন নুসরাত।

অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম

এশিয়ান নেটওয়ার্ক চ্যানেলের প্রধান আহমেদ হুসেন বিবিসি বাংলাকে বলেন, ‘যুক্তরাজ্যের তরুণ জনগোষ্ঠীর ক্রমেই একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা এই ব্রিটিশ বাংলাদেশিদের জীবনকে উদযাপন ও উৎসাহিত করা খুবই দরকার। আমরা শুধু স্বাধীনতার ৫০ বছরের দিকেই ফিরে তাকাতে চাইছি না, আগামী ৫০ বছরের দিকেও আমরা তাকাতে চাই।’

এ বিভাগের আরো খবর