বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্লাটিলেট দান করে প্রশংসিত হলেন তাপসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ মার্চ, ২০২১ ১২:৪৪

তিলোত্তমা বলেন, ‘আমার এক বন্ধুর দাদির প্লেটলেট প্রয়োজন হয়। তিনি (তাপসি) আমাকেও চেনেন না, আমার বন্ধুকেও চেনেন না। এটা কি মানবিক কাজ নয়?’

বলিউড অভিনেত্রী তাপসি পান্নু সম্প্রতি এক অচেনা বৃদ্ধাকে তার শরীরের প্লাটিলেট দান করেছেন।

তাপসির মানবিকতায় মুগ্ধ হয়ে অভিনেত্রী তিলোত্তমা সোম টুইট করে তাপসির এ কাজের প্রশংসা করেছেন।

শুক্রবার তিলোত্তমা টুইটারে লেখেন, ‘আমি কখনও তাপসির সঙ্গে কাজ করিনি বা আড্ডা দিইনি, কিন্তু আমি জানি কতটা পরিশ্রমী তিনি!! কিন্তু আমি জানতাম না তিনি অবিশ্বাস্যভাবে কতটা মানবিক। টুইটারের এক পোস্ট দেখে নিজের প্লাটিলেট দান করার প্রস্তাব দেন। আমি আপনার শুভকামনা করি ও আপনার শক্তির প্রশংসা করি।’

এক কমেন্টের উত্তরে তিলোত্তমা বলেন, ‘আমার এক বন্ধুর দাদির প্লাটিলেট প্রয়োজন হয়। তিনি (তাপসি) আমাকেও চেনেন না, আমার বন্ধুকেও চেনেন না। এটা কি মানবিক কাজ নয়?’

তিলোত্তমাকে শেষ দেখা যায় স্যার সিনেমায়, যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। তাপসি পান্নু এখন কাজ করছেন ক্রীড়াভিত্তিক বায়োপিক সিনেমা সাবাশ মিতু সিনেমায়। এতে তাকে দেখা যাবে ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের চরিত্রে। এ ছাড়াও তিনি অভিনয় করবেন হাসিন দিলরুবা, রেশমি রকেট ও লুপ লাপেতা সিনেমায়।

এ বিভাগের আরো খবর