বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘এই ছবি তো আমিও দেখিনি’

  •    
  • ২৬ মার্চ, ২০২১ ১৮:২০

‘তখন দেখলাম, মানিকদা এই ব্যাপারটা খেয়াল করলেন। খেয়াল করে তিনি নিজে এগিয়ে এসে ওই পারে গিয়ে আমার স্যান্ডেল দুটো তুলে নিয়ে আবার এপারে এলেন। তারপর আমার হাতে দিয়ে বললেন, ‘নে’।

ববিতা যেন এক বিস্ময়। যখন তিনি নায়িকা, সেই সময়ের তো বটেই, এই সময়ের অনেক দর্শক যারা আগের সিনেমা দেখেছেন, তারা সবাই পছন্দ করেন ববিতাকে।

দেশীয় সিনেমায় তিনিই একমাত্র অভিনেত্রী যিনি কাজ করেছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায়। সিনেমাটির নাম ‘অশনি সংকেত’।

সেই সিনেমাসহ ববিতার জীবনের নাটকীয়তা, নিয়তিনির্ধারিত নায়িকা হয়ে ওঠার গল্প থেকে শুরু করে নানান পরিভ্রমণ নিয়ে প্রকাশ পেয়েছে বই ‘বিষ্ময়ে ববিতা’। সাজ্জাদ হুসাইনের লেখা বইটি প্রকাশ করেছে ছাপাখানার ভূত।

অশনি সংকেত সিনেমায় কাজ করার সময় শুটিং সেটে ছবি তুলতের নিমাই ঘোষ। লেখক জানান, মৃত্যুর বছর খানেক আগে ববিতার কিছু অপ্রকাশিত রঙিন ছবি দিয়েছিলেন তিনি। কালীঘাটের বাড়িতে বসে অনেক গল্পও করেছেন ববিতাকে নিয়ে। সেসব গল্পই পাওয়া যাবে বইটিতে।

লেখক আরও জানান, এসব ছবি দেখে নাকি বিস্ময়ে ববিতা বলেছিলেন, ‘এই ছবি তো আমিও দেখিনি।’

আজ নিমাই ঘোষ নেই, নেই সত্যজিৎ রায়। কিন্তু তাদের রূপ-রস-গন্ধ রয়ে গেছে। তারই কিছু স্বাদ পাওয়া যাবে বইটি পড়ে।

অভিনেত্রী ববিতাকে নিয়ে লেখা বই বিস্ময়ে ববিতা। ছবি: সংগৃহীত

লেখক বইটির দুটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তাতে ছবির সঙ্গে ছোট্ট একটি স্মৃতিচারণ রয়েছে। সেটি এমন- ‘আমি স্পঞ্জের স্যান্ডেল খুলে লাফ দিয়ে পার হয়ে গেছি। পার হয়ে এপারে চলে এসেছি; কিন্তু স্যান্ডেলটা ওপারেই রয়ে গেছে। এখন অবস্থা এরকম, স্যান্ডেল আনার জন্য আবার ওপারে যেতে হবে লাফ দিয়ে- এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি।

‘তখন দেখলাম, মানিকদা এই ব্যাপারটা খেয়াল করলেন। খেয়াল করে তিনি নিজে এগিয়ে এসে ওই পারে গিয়ে আমার স্যান্ডেল দুটো তুলে নিয়ে আবার এপারে এলেন। তারপর আমার হাতে দিয়ে বললেন, ‘নে’।

এই দৃশ্য দেখে আমি একদম হা!’

এমন আরও অনেক স্মৃতিচারণ ও গল্প রয়েছে বইটিতে। ২৬ মার্চ বইটি প্রকাশ পেয়েছে এবং পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ৪৮৯ নম্বর স্টলে। বইটির মূল্য ৩৫০ টাকা।

এ বিভাগের আরো খবর