জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সফরে নানা কর্মসূচি রয়েছে তার। সরকারি বিভিন্ন অনুষ্ঠানের পাশপাশি সামাজিক-সাংস্কৃতিক আয়োজনেও অংশ নেবেন তিনি।
তারই অংশ হিসেবে মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অভিনয়, সংগীত ও ক্রীড়া জগতের কয়েকজন তারকা। শুক্রবার দুপুরে তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করে ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চিরকুট ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি ও অভিনেত্রী নুসরাত ফারিয়া।
সুমি বলেন, ‘আমরা বেশ কয়েকজন আজ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আয়োজনে চিরকুট ব্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্যান্ডের পক্ষে আমি সেখানে অংশ গ্রহণ করি।’
মোটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া অতিথিদের একাংশ। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, ‘অল্প সময়ের এই সাক্ষাতে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সিনেমা, সংগীত ও ক্রীড়া নিয়ে অতিথিদের সঙ্গে কথা বলেন।’
আয়োজনে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, নির্মিতা রেদওয়ান রনি, ক্রিকেটার মাশরাফি মোর্ত্তজা, সাকিব আল হাসান, নারী ক্রিকেটার সালমা খাতুন।
নুসরাত ফারিয়া (বাঁয়ে), শারমিন সুলতানা সুমি, জয়া আহসান। ছবি: সংগৃহীত
এ বিষয়ে জানতে চাইলে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া নিউজবাংলাকে বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। এখনও সেই প্রোগ্রামেই আছি। এ বিষয়ে পরে কথা বলতে পারব।’
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান।
বেলা ১১টায় বিমান থেকে নামার পর মোদিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।