অভিনয়ের প্রয়োজনে দুই বাংলার অভিনয়শিল্পীদের এপার-ওপার যাওয়া আসা এখন হরদমই। বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন কলকাতা যান, তেমনই সেখানকার শিল্পীরাও আসেন ঢাকায়।
এ সময় অন্তরাত্মা সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। তিনি অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে।
তিনি এমন সময় এ দেশে কাজ করতে এসেছেন, যখন সারা দেশে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
এমন আনন্দঘন মুহূর্তে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভোলেননি দর্শনা বণিক।
স্বাধীনতা দিবসে বাংলাদেশে থাকতে পেরে খুবই খুশি কলকাতার এই অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশকে। দর্শনার বাংলাদেশি ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
অন্তরাত্মা সিনেমার দৃশ্যধারণের ফাঁকে দর্শনা বণিক শাকিব খান। ছবি: সংগৃহীত
নিজের একটি ছবি পোস্ট করে দর্শনা বণিক লিখেছেন, ‘শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ। বাংলাদেশে থাকতে পেরে আমি খুব খুশি, যখন দেশ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে।’
এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখছেন বাংলাদেশ, স্বাধীনতা দিবস, স্বাধীনতার ৫০ বছর।
গত ১০ মার্চ অন্তরাত্মা সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে আসেন দর্শনা বণিক। এরপর ১১ মার্চ থেকে পাবনা সদরের একটি রিসোর্টে এই সিনেমার দৃশ্যধারণে অংশ নেন।